বছরের শুরু থেকেই চর্চায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর শোনার পর থেকেই চোখ কপালে উঠেছিল নেট-নাগরিকদের। কারণ, সানিয়া আর শোয়েব তখনও ডিভোর্স ঘোষণা করেননি। এরপর সানিয়ার পরিবার মুখ খোলে গোটা ব্যাপারটা নিয়ে। বাবা মিস্টার মির্জা জানান, তাঁর মেয়ে শোয়েবের থেকে চেয়েছিল খুলা। তারপর থেকেই নিজের মন টেনিস কেরিয়ার আর ছেলেকে ‘একা মা’ হিসেবে মানুষ করাতে দিয়েছেন তিনি।
সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে, সানিয়া মির্জা তার সাহসী পছন্দ এবং নির্ভীক মনোভাব প্রকাশ করলেন। টি শার্টে লেখা একটি কোটেশনের সাহায্যে। তিনি তাঁর ছেলে ইজহানের সঙ্গে হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেছেন। উভয়ই স্পোর্টস ওয়্যার গায়ে, মাথায় টুপি পরে টেনিস কোর্টে পোজ দিয়েছেন। সানিয়ার টি-শার্টে মুদ্রিত মার্তাটি কারও চোখ এড়ায়নি। এতে লেখা রয়েছে, ‘আমার অন্দরের অনুভূতি, সব ঠিক হয়ে যাবে’।
আরও পড়ুন: জলদিই ফিরছেন ইচ্ছে পুতুলের ‘মেঘ’, কোথায় আসছে তিতিক্ষার নতুন কাজ?
প্রসঙ্গত, কদিন আগেই ক্রিকেটার মহম্মদ শামিকে জড়িয়ে সানিয়ার দ্বিতীয় বিয়ের খবর রটে যায়। একটি ছবি ভাইরাল হয়। যেখানে শোয়েবের মুখ সরিয়ে বসানো হয়েছে শামির মুখ। এরপর এনডিটিভি-কে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান, ‘এগুলো একদম ভুয়ো। আজ পর্যন্ত সানিয়া কখনও শামির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি’।
আরও পড়ুন: ‘একটু শাড়ির আঁচল সরলেই…’! মঞ্চে হিজড়ে বলে কটাক্ষ পৌষালীকে, কী করেছিলেন তারপর
কদিন আগে পবিত্র হজেও ভাগ নিয়েছিলেন তিনি। ‘আমি চাই আরও ভালো মানুষ হিসাবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে’, লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন: সুস্মিতা সেনের জন্ম তারিখে কি গোলমাল? ৪৮ বছর বয়সে এসে বদলে গেল দিনক্ষণ
২০১০ সালে বিয়ে করেছিলেন সানিয়া ও শোয়েব। পাকিস্তানের মতো দেশে ভারতের ক্রীড়াবিদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে একসময় কম কটাক্ষ হয়নি। সানিয়া যদিও সবটা সামলেছিলে। এমনকী করাচিতে শ্বশুরবাড়িতে গিয়েও থেকেছেন কয়েকবার। যদিও একসঙ্গে থাকতেন তাঁরা দুবাইতেই। এরপর ২০১৮ সালে জন্ম হয় ছেলে ইজহানের।
ইজহানের কাস্টেডি এখন সানিয়ার কাছেই রয়েছে। মায়ের সঙ্গে দুবাইয়ের সেই বাড়িতেই থাকে এই খুদে। ছেলেই ধ্যানজ্ঞান টেনিস সুন্দরীর। মির্জা পরিবার স্পষ্ট করেছেন, এখনও দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবছেন না তাঁদের কন্যে।