বাংলা নিউজ > বায়োস্কোপ > বলিউডে সানিয়া মির্জার ছেলে! ইজহানকে কত পারিশ্রমিক দিচ্ছে ফারহা?

বলিউডে সানিয়া মির্জার ছেলে! ইজহানকে কত পারিশ্রমিক দিচ্ছে ফারহা?

সানিয়া-ফারহা

ফারহার মন্তব্য, সানিয়া মির্জা পুত্রকে সস্তায় পেয়েছে সে। 

নতুন ছবির জন্য ‘নায়ক’ খুঁজে পেয়েছেন ফারহা খান। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পুত্রকে বেছে নিয়েছেন তিনি। ক্রিকেটার শোয়েব মালিক এবং সানিয়া মির্জা পুত্র ইজহান মির্জা মালিক।

মাত্র সাড়ে তিন বছর বয়স ইজহানের। ফারহার তরফে নাকি তাঁকে অভিনয়ের প্রস্তাব এসেছে। পরিবর্তে নাকি ৫০০ টাকা পারিশ্রমিকও পেয়েছে খুদে। বলিউডের একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দুর্দান্ত বন্ধুত্ব রয়েছে সানিয়ার। ফারহার সঙ্গে ভারতীয় টেনিস তারকার বন্ধুত্ব কারও অজানা নয়। ফারহা তাঁর ছবির জন্য ‘নতুন নায়ক’ খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন। যদিও পুরোটাই মস্করা করেছেন পরিচালক।

ইনস্টাগ্রামে খুদের সঙ্গে ছবি পোস্ট করে ফারহা লিখেছেন, ‘খুব সস্তায় আমার নতুন নায়ককে পেয়ে গিয়েছি। মাত্র ৫০০ টাকায় ইজহান ছবির চুক্তি সাক্ষর করেছে। সানিয়া মির্জা ডিসকাউন্টের জন্য ধন্যবাদ।’ ছবিতে ফারহার কোলে খুদে ইজহানকে দেখা গিয়েছে। ইজহানের হাতে ৫০০ টাকার নোট। ছবির কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করেছেন সানিয়া।

বন্ধ করুন