১৯৯৯ সালে বাস্তব সিনেমায় রঘু চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। একজন গ্যাংস্টারের ব্যক্তিগত জীবন ঠিক কেমন হয়, তা দেখানো হয়েছিল এই সিনেমায়। মহেশ মঞ্জেকর পরিচালিত এই সিনেমায় রঘু চরিত্রটি আজ থেকে ২৬ বছর আগে তৈরি করা হলেও বছরের পর বছর এই চরিত্রটি মানুষের মনে জায়গা করে রেখেছে। এবার আরও একবার সিনেমার পর্দায় দেখা যাবে রঘুকে।
সম্প্রতি একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মহেশ আবার একটি সিনেমা তৈরি করতে চলেছেন যা বাস্তবের সিক্যুয়েল হতে চলেছে। তবে আগের গল্পের সঙ্গে এই গল্পের কোনও মিল থাকবে না। রঘু চরিত্রে অভিনয় করার বিষয় ইতিমধ্যেই অভিনেতার সঙ্গে কথা হয়েছে। রঘু চরিত্রে অভিনয় করতে পেরে সঞ্জয় ভীষণভাবে উচ্ছসিত। চিত্রনাট্য তৈরি করার কাজ চলছে।
আরও পড়ুন: মাকে বিয়ে দিল ১৮ বছরের মেয়ে, গায়ে হলুদে নাচ গীতা এলএলবি অভিনেত্রী মল্লিকার, কে পাত্র
সূত্র মারফত আরও জানা গেছে, ২০২৫ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তির চেষ্টা করানো হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করবেন সুভাষ কালে। স্ক্রিপ্ট একবার তৈরি হয়ে গেলেই শ্যুটিং শুরু করে দেবেন মহেশ। এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে বলেও জানা গেছে সূত্র থেকে।
‘বাস্তব ২’ হতে চলেছে এমন একটি গ্যাংস্টার ভিত্তিক সিনেমা, যা বর্তমান সিনেমাগুলিকে পেছনে ফেলে দেবে। তবে জানা গেছে শুধু সঞ্জয় নয়, এই সিনেমার জন্য আরও তরুণ নায়ককে কাস্ট করতে চান পরিচালক। তবে এই সিনেমায় নায়িকার ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা
আরও পড়ুন: শর্বরী বাদ! কার্তিকের সঙ্গে 'প্রাক্তন' অনন্যাকেই বাছলেন করণ? কী বলছে নেটপাড়া?
প্রসঙ্গত, সঞ্জয় এবং মহেশ বাস্তব ছাড়াও একসঙ্গে কাজ করেছেন কুরুক্ষেত্র, হাতিয়ার, পিতা, বিরুদ্ধ, বাহ লাইফ হতো এইসি সিনেমায়। ফের আরও একবার ‘বাস্তব টু’ সিনেমার হাত ধরে একসঙ্গে কাজ করবেন তাঁরা।