ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে ফিরে এসেছেন সঞ্জয় দত্ত। ২০২২ সালের অন্যতম উপার্জনকারী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-তেও অভিনয় করেছেন। সম্প্রতি ক্যানসারের সঙ্গে যে দীর্ঘ লড়াই তিনি চালিয়েছিলেন তা নিয়ে মুখ খুললেন তিনি। মারণ রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে জানতে পারার পর মনের ভাব কীরকম হয়েছিল, সেটাও জানান।
সঞ্জয় জানিয়েছেন, প্রথমদিকে তাঁর কেবলই পিঠে ব্যথা হচ্ছিল। কিন্তু যত দিন যেতে থাকে ততই যেন নিশ্বাসের কষ্ট হতে থাকে। তখন তিনি ডাক্তারের কাছে যান। ‘হট ওয়াটার বটল আর ব্যথার ওষুধ খেয়েই চলছিল। একদিন দেখি নিশ্বাস নিতেই পারছি না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমদিকে ক্যানসারের খবর আমাকে সঠিকভাবে জানানো হয়নি।’, সম্প্রতি বলেন সঞ্জয়।
‘আমি একাই ছিলাম, হঠাৎ ওরা এসে বলে ‘তোমার ক্যানসার হয়েছে’। আমার স্ত্রী, আমার পরিবার বা আমার বোন, কেউই তখন আমার আশেপাশে ছিল না।।’, বলতে শোনা যায় অভিনেতাকে। সঞ্জয় আরও জানান, ক্যানসার ধরা পড়ার পর বোন প্রিয়া তাঁর সঙ্গে প্রথম যোগাযোগ করেছিল। মান্যতা সেই সময় ছিলেন দুবাইতে।
ক্যানসার শোনার পর মাথায় কী এসেছিল সে প্রসঙ্গে বলতে গিয়ে সঞ্জুবাবা জানান, ‘এরকম ক্ষেত্রে না পুরো জীবনটা ফ্ল্যাশব্যাকে চোখের সামনে ভেসে ওঠে। আর আমার পরিবারেই তো ক্যানসারের হিস্ট্রি রয়েছে। আমার মা অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা গিয়েছেন। আমার বউ (রিচা শর্মা) মারা গিয়েছে ব্রেন ক্যানসারে। আমি প্রথম যে কথাটা বলেছিলাম তা হল, কেমোথেরাপি নেব না আমি।’ আরও পড়ুন: এলভিসের একমাত্র মেয়ে লিসা প্রিসলি প্রয়াত ৫৪ বছরে, বিয়ে করেছিলেন মাইকেল জ্যাকসনকে
অভিনেতা যোগ করেন, ‘যদি মরতেই হয় তাহলে এমনি মরব, কোনও চিকিৎসা নিয়ে কেন মরব।’ তবে এরপর চোখের সামনে পরিবার ও কাছের মানুষদের ভেঙে পড়তে দেখে ঠিক করেন ক্যানসারের চিকিৎসা করাবেন। তাঁর কথায়, ‘এক রাতে আমি হঠাৎই ঠিক করলাম আমি যদি ভেঙে পড়ি আমার পরিবার আমার কাছের মানুষরাও ভেঙে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। আমাকে লড়তে হবে।’
প্রসঙ্গত, ক্যানসার নিয়েই কেজিএফের শ্যুট করেছিলেন সঞ্জয় দত্ত। স্ত্রী মান্যতা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরে একটি পোস্টও করেছিলেন, ‘ছবিটা আমাদের জন্য একাধিক কারণে বিশেষ হয়ে থাকবে। যাঁরা প্রায়শই ওকে দায়িত্বজ্ঞানহীন, অ-প্রতিশ্রুতিহীন এবং একটি খারাপ ছেলে বলে, তাঁদের দেখা উচিত এই সিনেমার জন্য ওর সংকল্প, উৎসর্গ। সঞ্জু তাঁর জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে এই ছবিটির শুটিং করেছিলেন। কোনও রকম অভিযোগ ছাড়াই ওই কঠোর দৃশ্যগুলোর কাজ করেছিল।’