বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunil Shende passes away: একসময় শাহরুখ, সঞ্জয়দের সঙ্গে অভিনয় করেছেন, প্রয়াত বলিউড অভিনেতা সুনীল শিন্ডে

Sunil Shende passes away: একসময় শাহরুখ, সঞ্জয়দের সঙ্গে অভিনয় করেছেন, প্রয়াত বলিউড অভিনেতা সুনীল শিন্ডে

প্রয়াত অভিনেতা সুনীল শিন্ডে

Sunil Shende passes away: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শিন্ডে। সোমবার মুম্বইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি।

বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শিন্ডে। ১৪ নভেম্বর, সোমবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

ছোটপর্দার পাশাপাশি, ছবিতেও কাজ করেছেন সুনীল শিন্ডে। হিন্দি এবং মারাঠি ভাষায় একাধিক ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে জনপ্রিয় ধারাবাহিক ‘সার্কাস’ (১৯৮৯ সাল)-এ অভিনয় করেছেন। ধারাবাহিকে অতি পরিচিত মুখ ছিলেন তিনি। এরপরও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। গান্ধী ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: শেষ লালকুঠি, স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন স্নেহা, বিশেষ চরিত্রে দেখা যাবে

এদিন দুপুরে মুম্বইয়ের পারশিওয়াড়া শ্মশানে অভিনেতার শেষকৃত‍্য সম্পন্ন হয়। জানা গিয়েছে, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। সুনীল শিন্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহ-অভিনেতা রাজেশ তৈলং।

‘গুনাহ’, ‘সারফারোশ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন সুনীল শিন্ডে। আশি ও নব্বইয়ের দশকে হিন্দি ছবিতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। তাঁর মৃত‍্যু খবরে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক সহকর্মী।

বন্ধ করুন