নতুন ছবি তেমন নেই বললেই চলে। মুক্তি পেলেও হাতে গোনা কয়েকটি ছবিই বক্স অফিসে সেই অর্থে সাড়া পাচ্ছে বা চলছে। আর এসবের মাঝে অহরহ মুক্তি পাচ্ছে পুরোনো কাল্ট ছবি। কিন্তু কেন? তবে কি ফ্রেশ কন্টেন্টের অভাব দেখা দিয়েছে? এই বিষয়ে কী জানালেন চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত?
কী বললেন সঞ্জয় গুপ্ত?
বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেছেন হ্যাঁ এটা ঠিক যে সম্প্রতি একাধিক কাল্ট ছবি আবারও বক্স অফিসে নতুন ভাবে রিলিজ করেছে। কিন্তু সেটার প্রভাব যে খুব একটা দেখা গিয়েছে বক্স অফিসে তেমনটা নয়। এর মূল কারণ হিসেবে তিনি মনে করেছেন আগের যুগের বা পুরোনো ছবির সঙ্গে নতুন প্রজন্মের দর্শকরা নিজেদের ম্যাচ করাতে পারছেন না।
আরও পড়ুন: (চলন্ত ট্রেনেই বাদ্যযন্ত্র বাজিয়ে পৌষালি কার জন্য 'তোমায় হৃদমাঝারে রাখিব' গাইলেন?)
সঞ্জয় সাফ জানিয়েছেন ২০০০ এর শুরুর দিকে যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার সঙ্গে এখনকার নতুন দর্শকরা কোনও মিল খুঁজে পান না। তাহলে কেন এত পুরোনো ছবি মুক্তি পাচ্ছে?
এই বিষয়ে সঞ্জয় জানিয়েছেন এখন তেমন নতুন ছবি মুক্তি পাচ্ছে না। ফ্রেশ কন্টেন্টের অভাব রয়েছে। তাই এক্সপেরিমেন্ট হিসেবেই পুরোনো ছবিগুলোকে বক্স অফিসে আনা হচ্ছে। কিন্তু তাতেও বিশেষ কাজের কাজ হয়নি।
আরও পড়ুন: (গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর-শিবমণি-পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন)
প্রসঙ্গত আগামীতে মুক্তি পেতে চলেছে সঞ্জয় গুপ্তর ছবি বিস্ফোট। এটি একটি ক্রাইম থ্রিলার। ছবিটির পরিচালনা করেছেন কুকি গুলাটি। এই ছবিটি OTT মাধ্যমে মুক্তি কবে বড় পর্দার বদলে। যদিও সঞ্জয়ের মতে বিস্ফোট ছবিটি আদ্যোপান্ত বড় পর্দায় দেখার মতো ছবি, কিন্তু যেহেতু প্রথম থেকেই ঠিক ছিল যে এটা OTT তে আসবে, তাই সেখানেই মুক্তি পাবে।