বাংলা নিউজ > বায়োস্কোপ > সার্জারি করে বয়স কমাতে চান মহীপ! স্ত্রীর জন্য খরচ করতে নারাজ সঞ্জয়

সার্জারি করে বয়স কমাতে চান মহীপ! স্ত্রীর জন্য খরচ করতে নারাজ সঞ্জয়

সঞ্জয়ের সঙ্গে স্ত্রী মহীপ।

'পনিটেল লিফ্ট' সার্জারি করতে চান মহীপ। জানা যায়, এই সার্জারির মাধ্যমে চেহারায় এমন কিছু পরিবর্তন আসে, যা বয়সের ছাপকে মুছে দিতে পারে সহজেই।

সময় থমকে থাকে না। থেমে থাকে না বয়সও। কিন্তু সেই বয়স যাতে চেহারায় ধরা না পড়ে, তারই বন্দোবস্ত করে ফেলতে চাইছেন মহীপ কাপুর। অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী।

'পনিটেল লিফ্ট' সার্জারি করতে চান মহীপ। জানা যায়, এই সার্জারির মাধ্যমে চেহারায় এমন কিছু পরিবর্তন আসে, যা বয়সের ছাপকে মুছে দিতে পারে সহজেই। নিজেকে 'নিখুঁত' করে তুলতে অনেক তারকাই সার্জারির সাহায্য নিয়েছেন। প্রথম দিকে এই চল লক্ষ্য করা গিয়েছিল হলিউডে। পরবর্তীতে তাদের দেখানো পথে হেঁটেছে বলিউড।

আরবাজ খানের প্রাক্তন স্ত্রী, বন্ধু সীমা সাজদেহকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মহীপ। বললেন, 'শুনেছি, এই সার্জারির পর বেলা হাদিদের মতো চেহারা পাওয়া যায়।' এই সার্জারি কতটা খরচ সাপেক্ষ, তা মহীপকে বলতে দ্বিধা করেননি সীমা। তবে সে সব নিয়ে মোটেই ভাবিত নন সঞ্জয়-পত্নী। তাঁর উত্তর, 'আমি সঞ্জয়কে দিয়ে খরচ করাব।'

সঞ্জয় ৫৬। মহীপ ৪০। দু'জনের বয়সে প্রায় ১৬ বছরের তফাৎ। নিজেকে তাই সঞ্জয়ের 'ট্রফি ওয়াইফ' আখ্যা দিয়েছেন মহীপ। তাঁর বিশ্বাস, স্ত্রীর জন্য খরচ করতে পিছপা হবেন না অভিনেতা। বন্ধুর কথা শুনে রসিকতার ভঙ্গিতে সীমা বলেন, 'ও (সঞ্জয়) বলবে, 'আমার এত টাকা থাকলে শুধু একটা ট্রফি নিয়ে বসে থাকতাম?'' সীমার কথা শুনে হাসি আটকাতে পারেননি মহীপ। সঞ্জয় যদিও জানিয়ে দেন, এই সার্জারির জন্য তিনি টাকা খরচ করতে পারবেন না।

(আরও পড়ুন: সদ্য মা হওয়া স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের প্রেমে পড়েছিলেন অভিনেতা সঞ্জয় কাপুর!)

দু'জনের এই কথোপকথন লেন্সবন্দি হয়েছিল 'ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর জন্য। নেটফ্লিক্সের এই অনুষ্ঠানে বলিউডের চার তারকা-পত্নীর জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। মহীপ এবং সীমার সঙ্গে এই শোয়ে দেখা যায় নীলম কোঠারি সোনি এবং ভাবনা পাণ্ডেকে।

বন্ধ করুন