সঞ্জয় লীলা বনশালির 'হীরামন্ডি'তে অদিতি রাও হায়দারি তাঁর অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। সিরিজে তাঁকে 'বিব্বোজান' নামে এক গণিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই 'বিব্বোজান' ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। অভিনেত্রী সিরিজের শুটিংয়ের অভিজ্ঞতা এবং কীভাবে সঞ্জয় লীলা বনশালি তাঁকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ের আগে না খাইয়ে রেখেছিলেন সে সম্পর্কেও কথা বলেছেন।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারের সময়, যখন হোস্ট নায়িকাকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন কোনও নির্দিষ্ট দৃশ্য রয়েছে যার জন্য তাঁকে মেথড অ্যাক্টিংয়ের সাহায্য নিতে হয়ে ছিল? সেই প্রশ্নের উত্তরে অদিতি বলেন, ‘সিরিজে 'বিব্বোজান'-এর দুটি মুজরা দেখানো হয়েছে। আমি ছোটবেলা থেকেই নাচ করে বড় হয়েছি, কিন্তু মুজরা বিষয়টা নাচের থেকে বেশ কিছুটা আলাদা। আমি ভরতনাট্যম শিখেছিলাম, তবে এটা ছিল কত্থক এবং এটি সঞ্জয় লীলা বনশালি কত্থকের বিষয়ে পারফেকশনিস্ট, পাশাপাশি তিনি অনেক কিছু জানেনও এই নাচের বিষয়ে। তিনি যেভাবে আমাকে শিখিয়েছিলেন তা বলে বোঝাতে পারব না। কিন্তু এর জন্য এত প্যাক্টিসের প্রয়োজন হয়েছিল যে, আমি না ঘুমিয়েও রাত কাটিয়েছি।’
আরও পড়ুন: একসময় কাজ করেছেন একই রেডিয়ো চ্য়ানেলে! হঠাৎ বিরাট গণ্ডগোল মীর-সোমকের, কী কেস
তিনি আরও বলেন, 'বেশ কিছু দৃশ্যে আমাকে উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিতে হয়েছিল, কিন্তু সেখানে দেখানো হয়েছিল যে আমি ক্ষুধার্ত, আর সেই দৃশ্যগুলো যাতে স্বাভাবিক দেখার তার জন্য সঞ্জয় স্যার আমাকে একদিনের জন্য না খাইয়ে রেখেছিলেন। তবে দৃশ্যগুলি আমি খুব আনন্দের সঙ্গে করেছি। সঞ্জয় স্যারের আমাকে না খাইয়ে রাখাটা সত্যি অনেকটা সাহায্য করেছিল! আমি এই দৃশ্যগুলিতে সত্যিই লড়াই করছিলাম। তাই স্যার যখন আমাকে বলেছিলেন, 'খাবেন না'। আমি খুব খুশি হয়েছিলাম এবং তাঁকে ধন্যবাদও জানিয়েছিলাম।'
প্রসঙ্গত, এই সিরিজের পটভূমি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। সিরিজটিতে 'হীরামান্ডি'-এর গণিকা এবং ব্রিটিশ রাজের সময় কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ দেখানো হয়েছে। অদিতি রাও হায়দারি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ, ফারদিন খান, তাহা শাহ বাদুশা, শেখর সুমন এবং অধ্যয়ন সুমন। ইতিমধ্যেই এই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়ে গিয়েছে।