মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করল ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। বনশালি প্রোডাকশন অনুসারে, ছবিটি এখন পর্যন্ত মোট ১০৮.৩ কোটি টাকার ব্যবসা করেছে। পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ এবং শান্তনু মহেশ্বরী।
ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’, সেই যৌনপল্লীর সর্দারনি 'গঙ্গুবাই'। যদিও মুম্বই পুলিশের কাছে তাঁর অন্য পরিচয় ছিল, তিনি এক নৃশংস গ্যাংস্টার। কেমনভাবে গুজরাতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাঠিপুরার ম্যাডামজি? কেন মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর ছিল তাঁর নখদর্পনে, সেই কাহিনি এবার রুপোলি পর্দায়। ছবির গল্পে ফেলে আসা সময়কে বোঝাতে 'গঙ্গুবাই'-এর বিভিন্ন দৃশ্যে সেই সময়ে মুক্তি পাওয়া একাধিক সিনেমার পোস্টার ব্যবহার করেছেন বনশালি। আর ঠিক এর মাধ্যমেই নিজের প্রয়াত বাবা নবীন বনশালি-কে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে বনশালি বলেছেন, ' সত্যি কথা বলতে কী বাবাকে দু'ভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি। এক, উনি চাইতেন বিরাট বড় মাপের ছবি বানাতে-'মুঘল-এ-আজম' এর মতো আর কী। সেরকম করার চেস্ট করেছি এই ছবিতে। আর পঞ্চাশের দশকে উনি একটি ছবি বানিয়েছিলেন, 'জাহাজী লুটেরা।' সেই ছবির পোস্টার গাঙ্গুবাই-এর একাধিক সিকোয়েন্সে দেখিয়েছি। জানিয়ে রাখি, এই সিনেমাটি কিন্তু কোনওদিন আমার দেখার সুযোগ হয়নি।'
সামান্য থেমে পরিচালকের সংযোজন, 'মনে মনে কোথাও একটু হলেও শান্তি পেয়েছি এই ভেবে যে যাক ওঁর কাজের মাধ্যমে ওঁকেই শ্রদ্ধাজ্ঞাপন করতে তো পারলাম। বাবার থেকেই তো ছবি তৈরির ব্যাপারে প্রাথমিক শিক্ষা পেয়েছিলাম। তাই এভাবে হলেও তো ওঁকে স্মরণ করে সম্মান প্রদর্শন করতে পারলাম।'