বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjeeda Shaikh: 'আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি…' বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন সানজিদা শেখ

Sanjeeda Shaikh: 'আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি…' বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন সানজিদা শেখ

সানজিদা শেখ

সম্প্রতি আমির আলীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা সামলানোর পরও সানজিদা শেখ নিজের কাজ করে চলেছেন। একা হাতে সামলাচ্ছেন তাঁর মেয়েকে। আরও ভালো ভাবে বলতে গেলে, মেয়ের জন্যই তিনি এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পেড়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, মেয়েই তাঁর মনোবলের উৎস।

সানজিদা শেখ বর্তমানে সঞ্জয় লীলা বানসালীর সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সিরিজে তাঁকে 'ওয়াহিদা'র চরিত্রে দেখা গিয়েছে। তাঁর অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। সে জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন। তবে কেবল 'হীরামান্ডি' নয়, আরও একটি কারণে বর্তমানে চর্চায় নায়িকা। সম্প্রতি আমির আলীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা সামলানোর পরও অভিনেত্রী নিজের কাজ করে চলেছেন। একা হাতে সামলাচ্ছেন তাঁর মেয়েকে। আরও ভালো ভাবে বলতে গেলে, মেয়ের জন্যই তিনি এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পেড়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, মেয়েই তাঁর মনোবলের উৎস।

হাউটারফ্লাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানজিদা তাঁর কঠিন সময়ের কথা জানিয়েছেন। পাশাপাশি নায়িকা জানান, যে তিনি কীভাবে এই কঠিন সময় কাটিয়ে উঠেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে আমার এখন আর কোনও আক্ষেপ নেই। যে কঠিন সময় মধ্যে দিয়ে আমি গিয়েছি তা ভয়ঙ্কর। তবে সেই খারাপ সময়টা যে আমি কাটিয়ে উঠতে পেরেছি, এর জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তখন আমার শুধু মনে হতো আমি সবচেয়ে খারাপ ভাবে জীবনযাপন করছি, আমার মতো কষ্টে আর কেউ নেই। বার বার একটাই প্রশ্ন আমার মনে উঁকি দিয়েছে, আমার সঙ্গেই কেন এইসব ঘটনা ঘটছে? কিন্তু এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে পেরে এখন আমি সত্যি খুব খুশি। আমার নিজের মধ্যে এক নতুন আমিকে খুঁজে পেয়েছি আমি।"

আরও পড়ুন: 'আমার হাত থেকে…' বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নাতাশার পোস্ট! হইচই নেটপাড়ায়

সানজিদা জানিয়েছেন তিনি আবার নতুন করে তাঁর মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। শুধু তাই নয়, এখন তিনি সব কিছুতেই খুব পজিটিভ অনুভব করেন। পাশাপাশি তিনি জানান, যেসব মানুষ সব সময় নিরুৎসাহ করেন, তাঁরা কখনওই প্রকৃত সঙ্গী হতে পারেন না, তাই সঙ্গী নির্বাচনের সময় অবশ্যই সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, "এমন কিছু পুরুষ আছেন, যারা সব সময় আপনাকে নিরুৎসাহ করার চেষ্টা করবে। সব সময় বলেন যে আপনার দ্বারা কিছুই হবে না, আপনি কিছু করতে পারবেন না। অথবা বলবে আপনি এটা করতে পারবেন না। এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভাল।"

আরও পড়ুন: 'ক্লাস নাইনে তুলো বিক্রি করতে গিয়ে অভিনয়ে হাতেখড়ি' পঞ্চায়েতের ‘বিনোদ’-এর জীবনে লড়াই কম ছিল না

একজন সিঙ্গেল মাদার হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সানজিদা বলেন, "একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। একজন মা হিসেবে আমি যত দূর পারি তত দূর যাব। ওর মুখ দেখেই আমি নিজের মনে সাহস জুগিয়েছি।"

২০১২ সালে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন সানজিদা ও আমির আলি। দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁদের। বিয়ের আট বছর পর ২০২০ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। সানজিদা বর্তমানে মেয়ে আয়রা আলীকে নিয়ে আলাদা থাকেন।

বায়োস্কোপ খবর

Latest News

আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ! 'লাইনে এরপর… তাই চন্দ্রিমাকে CM বলেন', কালীঘাটের বৈঠক নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ ব্রাহ্মণ থেকে ধর্ম বদলে খ্রিস্টান? প্রয়াত সীতারামকে নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর করম পুজোয় কেন করম ডালের পুজো করা হয়? এই ঐতিহ্যের নেপথ্যের কাহিনি জেনে নিন 'এটা ঘাড় ধাক্কা?' কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ায় ডাক্তারদের তোপ দেগে বিস্ফোরক TMC ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? কোহলির বদলে কার নাম নিলেন বুমরাহ! ধনুর কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল আজ কারা সম্পর্কে নতুনত্ব আনার চেষ্টা করবেন? কী বলছে আজকের প্রেম রাশিফল মীনের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.