সদ্য নিজের জন্মদিনে সেলিব্রেশনে মাতলেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। ঘনিষ্ঠ এবং পরিবারের সঙ্গে এই দিনটি জমিয়ে সেলিব্রেট করলেন তিনি। 'সাঁঝের বাতি’ ধারাবাহিকে অভিনয় করছেন রিজওয়ান। সেটেও উদযাপন হল তাঁর জন্মদিন। সেট থেকে শেয়ার করলেন সেই ছবিও।
'সাঁঝের বাতি’র সেট থেকে একাধিক কেক কেটে জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল তাঁকে। ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন সেলিব্রেশনের মুহূর্তে। জন্মদিনের দিনও অনেকটা সময় শ্যুটিং ফ্লোর কাটিয়েছেন অভিনেতা। পাশাপাশি অভিনেতার বাড়িতেও জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার করেছেন।
'সাঁঝের বাতি’ ধারাবাহিকে মুখ্য চরিত্র আর্যর ভূমিকায় দর্শক রিজওয়ানকে দেখতে পেয়েছে এতদিন। আপাতত ধারাবাহিকের প্লটে নয়া টুইস্ট এসেছে। চিত্রনাট্য অনুযায়ী আর্য এবং চারু মারা যাওয়ার পর গল্প ২৫ বছর এগিয়ে গিয়েছে। আর্যর মতোই দেখতে এক গাড়ি মেকানিককে দেখা যাচ্ছে। তার নাম অর্জুন। এদিকে চারুর মতো দেখতে একটি মেয়ে চিত্রাঙ্গদা। যার জন্ম বেড়ে ওঠা লন্ডনে। কিন্তু মেয়েটি কলকাতায় আসতেই ইমপোর্টেড গাড়ি খারাপ হয়ে যায়। এরপর অর্জুনের গ্যারাজে সে গাড়ি সার্ভিসিং করতে যায়।