১৪ অগস্ট ২০২৪ থেকে নিখোঁজ দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল ছবিটির পরিচালক। জানা গিয়েছে কলকাতা আসার পরই সনোজ মিশ্র গায়েব হয়ে গিয়েছেন। এভাবে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সকলের। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী। অনুমান করছেন তাঁর স্বামী হয়তো কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
আরও পড়ুন: আরজি করের বিচার চেয়ে পথে নামল টলিউড, মমতার সমর্থক হয়েও মিছিলে পা মেলালেন রাজ, শ্রাবন্তী সহ কারা?
কী জানা যাচ্ছে?
দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল ছবিতে সনোজ মিশ্র পশ্চিমবঙ্গে ঘটে চলা একাধিক অপরাধ, হিংসাত্মক ঘটনাকে তুলে ধরেছিলেন। তাঁর এই ছবিটি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এর জেরে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন তিনি। বিশেষ করে তাঁর ছবিটি মুক্তি পাওয়ার পর।
আরও পড়ুন: আরজি কর নিয়ে অবশেষে মৌনতা ভাঙলেন মিঠুন! বললেন, 'বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি'
এবিপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সনোজ মিশ্রর স্ত্রী দ্বিতি মিশ্র জানিয়েছেন তাঁর স্বামী কলকাতা আসার জন্য ১৪ অগস্ট বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি কলকাতা আসার ফ্লাইট ধরবেন বলে বেরিয়েছিলেন সেদিন।
জানা গিয়েছে কলকাতা পুলিশ নাকি তলব করেছিলেন তাঁকে। তাঁকে তাঁর এই ছবিটি নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে ডাকা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। এমনটাই তাঁর স্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন পরিচালক তাঁদের জানিয়েছিলেন তিনি দুপুরের মধ্যে কলকাতা পৌঁছিয়ে বাড়িতে ফোন করে দেবেন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরই তাঁর ফোন সুইচ অফ হয়ে যায়। এরপর থেকে উদ্বেগে, দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তাঁর পরিবার।
১৪ অগস্ট সকাল সাড়ে সাতটা নাগাদ বিমানবন্দরে যখন সনোজকে ছাড়তে গিয়েছিলেন তখনই তাঁকে শেষ দেখিয়েছিলেন তাঁর স্ত্রী। সকাল ৯টা নাগাদ সনোজের কলকাতা পৌঁছানোর কথা ছিল। কিন্তু কলকাতা পৌঁছিয়ে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেই জানা গিয়েছে।