দুই সন্তানের মা তিনি। ইউভান-ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার রাজ-শুভশ্রীর। আর এবার সিনেমার পর্দাতেও 'সন্তান' নিয়ে হাজির টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতি। ২০ ডিসেম্বর অর্থাৎ চলতি শুক্রবারে আসছে রাজ চক্রবর্তীর এই ছবি। তার আগে ১৮ ডিসেম্বর বুধবার সেই ছবির প্রচারেই শুভশ্রীকে পাশে নিয়ে হাজির ছিলেন রাজ।
সেতো না হয় হল, কিন্তু ছবির প্রচার মঞ্চে এটা কাকে কোলে তুলে নিলেন শুভশ্রী। নাহ ইয়ালিনি তো নয়, তবে কে এই খুদে শিশু? টলি অনলাইনে উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে ছবি প্রচারে গিয়ে উপস্থিত দর্শকদের কাছ থেকে ছোট্ট শিশুকে কোলে তুলে নেন শুভশ্রী। শিশুটির পরনে লাল সোয়েটার কপালে কাজলের ছোট্ট টিপ আর মাথায় ঝুঁটি। অভিনেত্রী ঠিক পাশে দাঁড়িয়ে থাকা রাজও তখন শিশুটিকে আদরে ভরিয়ে দিলেন। সন্তানসম শিশুটির পিঠে, হাতে চুমু খেয়ে স্নেহ ও আদরে ভরিয়ে দিলেন রাজ। এরপর ফের মঞ্চের সামনে গিয়ে আবার মায়ের কোলে সেই শিশুকে ফিরিয়ে দিলেন অভিনেত্রী। শিশুটি তখনও তার দিকে ফ্যাল ফ্যাল করে বিস্ময়ে দেখতে থাকল।
রাজ-শুভশ্রীক সুন্দর এই মুহূর্তের ভিডিয়োটিতে আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এদিন ছবির প্রচারে কালো রঙের শর্ট টপ পরেছিলেন শুভশ্রী, সঙ্গে লম্বা লেদার জুতো। আর রাজ পরেছিলেন জিন্সের উপর কালো লেদার জ্যাকেট।
প্রসঙ্গত রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এসভিএফ এন্টারটেইনমেন্ট ব্যানারে মুক্তি পাচ্ছে ছবিটি।
সম্প্রতি নিজের ছবি নিয়ে পরিচালক রাজ বলেন, 'এই ছবির ট্রেলার দেখে নাকি অনেকের চোখে জল এসে গিয়েছিল।অনেকের হয়তবা সন্তান নামটা ক্লিশে মনে হতে পারে। তবে বাবা-ছেলের গল্পের নাম আর কিছু হতে পারত না। দেখবেন, মুক্তির এক-দু'দিন পর থেকে ছবিটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। তাই ঘটা করে এই ছবির প্রচার করে লাভ নেই।'
প্রসঙ্গত ২০ ডিসেম্বর রাজের 'সন্তান' ছাড়াও মুক্তি পাচ্ছে দেব-এর খাদান। অন্যদিকে আসছে খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে আর দুটি বাংলা ছবি একটা '৫ নম্বর স্বপ্নময় লেন', অন্যটি 'চালচিত্র'।