সাইবার দুর্নীতির শিকার এবার রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। CBI- পরিচয় দিয়ে সুনিধির থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। অভিযোগ, তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে এই টাকা হাতিয়েছেন অপরাধীরা। ঘটনাটি যখন ঘটেছে, সেসময় সুনিধি নায়েক ছিলেন তাঁর শান্তিনিকেতনের পূর্বপল্লীর ভাড়াবাড়িতে। সুনিধি জানান, বুধবার সেই বাড়িতে একাই ছিলেন তিনি। সেসময় তিনি বাড়ির বাইরে অপরিচিতদের ঘোরাফেরা করতে দেখেন।
সুনিধি জানিয়েছেন, দুষ্কৃতীদের তরফে তাঁর কাছে হুমকি ফোন আসে। তাঁরা হায়দরাবাদের CBI পরিচয় দিয়ে তাঁকে ভিডিয়ো কল করেন। এভাবেই তাঁরা তাঁকে প্রায় সারাদিন হোম অ্যারেস্ট করে রেখেছিলেন। সুনিধিকে ফোনে বলা হয়, ভিডিয়ো কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হল। ন্য়াশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলেই বিপদ। আপনার উপর ও আপনার বাবার উপর নজরদারি করা হচ্ছে।' এরপরই দুষ্কৃতীদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে সাড়ে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন সুনিধি নায়েক।
সুনিধিকে দুষ্কৃতীরা বলেন, তিনি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে মিলে আর্থিক তছরূপে জড়িতে। এমনকি তাঁর নামে ক্রেডিট কার্ডও নাকি তোলা হয়েছে। শুধু তাঁকের গ্রেফতার নয়, তাঁকে ও তাঁর বাবাকে খুনের হুমকিও নাকি দিচ্ছিলেন দুষ্কৃতীরা।
সুনিধি নায়েক জানান, দুষ্কৃতীরা তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্যও নাকি জানে। প্রথমে তাই তিনি ভেবেছিলেন সত্যিই হয়ত তাঁরা হায়দরাবাদের CBI। অনেক পরে তিনি বুঝতে পারেন, ওরা আসলেই প্রতারক। এমনকি গায়িকাকেও এও বলা হয় যে তিনি নাকি কাউকে ফোন বা মেসেজ করলেও তারা বুঝতে পারছে, কারণ, তাঁর ফোন হ্যাক করা হয়েছে। এদিকে ঘটনাচক্রে সুনিধি নায়েক শান্তিনিকেতনের ওই ভাড়া বাড়ি থানা থেকে ১০০ মিটার দূরত্বে। ইতিমধ্য়েই গায়িকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। এই মুহূর্তে সুনিধি অপরাধীর শাস্তির পাশাপাশি, তাঁর টাকাও তিনি ফেরত চাইছেন।
প্রসঙ্গত, সুনিধি নায়ের মূলত আসানসোলের মেয়ে। তবে তাঁর পড়াশোনা শান্তিনিকেতনের সঙ্গীতভবনে। সঙ্গীতশিল্পী হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে দেশে বিদেশে। শান্তিনিকেতনের শিকড়ের টানেই তিনি মাঝেমধ্যে সেখানে এসে থাকেন। পূর্বপল্লীতে তাঁর ভাড়া নেওয়া একটা বাড়িও রয়েছে।
বৈবাহিক সূত্রে তিনি বাংলাদেশের জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণবেরর স্ত্রী। এতদিন বাংলাদেশেই ছিলেন তিনি। গত ১০দিন আগে বাংলাদেশ থেকে ফিরেছেন শান্তিনিকেতনে। আর তারপরই এই বিপত্তি।