সানিয়া মালহোত্রা সম্প্রতি মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM) এ যোগ দিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, সেখানে তাঁর আসন্ন ছবি 'মিসেস'-এর প্রদর্শিত হয়েছিল এবং সেখান তাঁর ছবি ভালো সাড়াও পেয়েছিল। ছবিটি IFFM-এ দর্শকরা প্রশংসাও করেছেন। সকলে স্যান্ডিং ওবেশন দিয়েছেন। এই ধরনের বড় মুহূর্তগুলি যে কোনও শিল্পীর কাছেই খুব গুরুত্বপূর্ণ, অভিনেতাও তাঁর জীবনের এই সুন্দর মুহূর্ত দারুণ ভাবে উপভোগ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম দিকে আমি অনেক প্রত্যাশা নিয়ে কাজ করতাম, কিন্তু আমি যেকোনও প্রত্যাশা ছেড়ে দিতে শিখেছি। বেশ নিরপেক্ষ হয়ে গিয়েছি। আমি আমার একটি ছবির প্রিমিয়ারে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা রাধিকা মদনকে যখন আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন আমার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য তিনি করেছিলেন।'
আরও পড়ুন: ডাক্তারদের খোঁটা! এরই মাঝে পরমব্রতর পর্ণশবরীর শাপ সিজন ২-তে জায়গা পেলেন কাঞ্চন
সানিয়ার সঙ্গে ছোট শহর থেকে আসা মানুষেরা মিশে যান সহজে। তাঁর অভিনয় দিয়েই তিনি নিজের সেই জায়গা করে নিয়েছিলেন। তা সে 'পাটাকা' (২০১৮), 'প্যাগ্লাইট' (২০২১) হোক বা কাঁঠাল (২০২৩)। এই সমস্ত ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি খুব প্রশংসিত হয়েছিল, পাশাপাশি তাঁকে খ্যাতিও এনে দিয়েছিল। কিন্তু নির্মাতারা তাঁর সম্পর্কে কী মনে করেন? কী ধরনের চরিত্রে নির্মাতারা তাকে চান? এ প্রসঙ্গে তিনি বলেন, 'ছোট শহর থেকে আসা মানুষেরা আমার সঙ্গে সহজেই মিশে যেতে পারেন, যদিও আমি দিল্লির মতো মেট্রো সিটি থেকে এসেছি। আমি ছোট শহরগুলিতে শুটিং করতে পছন্দ করি, সেখানে নিজেকে খুঁজে পাই, তাঁদের সংস্কৃতিতেও নিজেকে নতুন করে পাই। আমি এই ধরনের গল্পের প্রতি আকৃষ্ট হই এবং আমি আনন্দিত যে ছবির নির্মাতারাও আমাকে সেই ধরনের চরিত্রে উপযুক্ত বলে মনে করেন।'
আরও পড়ুন: ‘বিচার চাই’, আজমেঢ় শরিফে শ্রাবন্তী, শুনতে হল ধর্ম নিয়ে কটাক্ষ! নায়িকার সঙ্গী কে
অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন, সেই সম্পর্কে ৩২ বছর বয়সী নায়িকা শেয়ার করেছেন, 'প্রথম দিকে আমি নিজের উপর খুব কঠোর ছিলাম, যে আমি যেসব দুর্দান্ত ছবির অংশ ছিলাম সেগুলির কোনওটিই সাফল্য আমি উদযাপন করব না। কিন্তু এখন, আমি আমার ছবির প্রতিটি দিক উপভোগ করি, তা সাক্ষাৎকার হোক বা প্রচার। এত লোকের পরিশ্রমে আমি ইতিবাচক শক্তি যোগাতে পারব এটাই আমার একমাত্র ভালো লাগা।' তিনি আরও বলেন, 'আমি নিজেকে ভালোবাসি, কিন্তু আমি আমার কাজের ব্যাপারে নিজেই খুবই সমালোচনা করি। যখন আমি 'মিসেস' দেখেছিলাম , আমি আমার টিমের দিকে তাকিয়ে বলেছিলাম যে আমি নিজেকে নিয়ে খুব গর্বিত। তা শুনে আমার টিম হতবাক হয়ে গিয়েছিল, কারণ আমি আমার কোনও কাজের জন্য এরকম কখনও বলিনি আগে। আন্তর্জাতিক মঞ্চে আমরা কাজ সম্মানিত হয়েছে, আমি নিশ্চিত দর্শকরাও আমার এই কাজ পছন্দ করবেন।'