২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই সিনেমায় ছিল একাধিক নারী চরিত্র। দীপিকা পাডুকোনের ক্যামিও চরিত্র থাকলেও এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অশ্লেষা ঠাকুর, প্রিয়মনি, ঋদ্ধি ডোগরা, সানিয়া মালহোত্রা সহ আরও অনেকেই।
‘জওয়ান’ সিনেমায় প্রথম শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সানিয়া। শাহরুখের মতো একজন বড় সুপারস্টারের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল, তা সম্প্রতি তিনি জানালেন Mashable Indiaকে সাক্ষাৎকার দিতে গিয়ে।
সানিয়া বলেন, ‘শাহরুখ একজন ভীষণ ভালো মানুষ। সব সময় সবাইকে সাপোর্ট করার চেষ্টা করেন। সব থেকে বড় কথা, নতুনদের জায়গা করে দেন তিনি। তিনি যে এত বড় সুপারস্টার তা কখনও তিনি কাউকে ফিল করার না।’
আরও পড়ুন: ‘ওঁর মধ্যে নিজেকে দেখতে পাই’, নিতাংশী গোয়েলের প্রশংসায় পঞ্চমুখ কৃতি
সানিয়া আরও বলেন, ‘শাহরুখের থেকে বেশ কিছু উপদেশ পেয়েছিলাম যা সারা জীবনের জন্য আমার মনে থাকবে। আমি আমার কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা করতাম যার প্রভাব পড়তে আমার নিজের কাজের ওপর। শাহরুখ আমাকে বলতেন, একদম অতিরিক্ত চিন্তা না করতে। সব সময় ইতিবাচক মনোভাব রাখতে বলতেন তিনি।’
‘বাধাই হো’ অভিনেত্রী বলেন, ‘শাহরুখ যখনই গাড়ি চালাতেন তখন সবসময় নিজের সিনেমার গানই শুনতেন। শাহরুখ মনে করতেন, এটি তাঁর কনফিডেন্স লেভেল আরও বেশি বাড়িয়ে দেয়। শাহরুখের দেখানো পথে যদি আপনি হাঁটতে পারেন তাহলে কিন্তু একটা সময় আপনি সফল হবেনই।’
আরও পড়ুন: ২০২৪ এর শেষে দুঃসাহসিক পদক্ষেপ সারার! বিদেশের মাটিতে কী কাণ্ড ঘটালেন সচিন-কন্যা?
আরও পড়ুন: বক্স অফিসে সফল নয় জিগরা, তবুও ২০২৪ কী শেখাল বেদাংকে?
অভিনেত্রী বলেছিলেন, ‘শাহরুখ এমন একজন মানুষ যিনি সবসময় মহিলাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জানেন, কীভাবে একজন মহিলার সঙ্গে আচরণ করতে হয়। সহকর্মী হোক বা মেকআপ আর্টিস্ট, প্রত্যেক মহিলার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন শাহরুখ, যা সত্যি অন্য কারোর মধ্যে দেখা যায় না।’
প্রসঙ্গত, ‘দঙ্গল’ সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন সানিয়া। দঙ্গল ছাড়াও শ্যাম বাহাদুর, বাধাই হো, লুডো সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছর ২৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বেবি জন সিনেমাতে অভিনয় করেছেন সানিয়া।