সানিয়া মালহোত্রা সম্প্রতি সুনিধি চৌহানের মিউজিক ভিডিও 'আঁখ'-এ তার সিজলিং নাচ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে আপাতত অভিেত্রীর প্রেমজীবন নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ তাঁকে দেখা গিয়েছে সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে। দুজনের ভিডিয়ো নজর কেড়েছে ইন্টারনেটের। নেটিজেনদের অনুমান, তাঁরা ডেট করছেন।
সত্যিই কি চলছে প্রেম?
একজন রেডিট ব্যবহারকারী সানিয়া মালহোত্রা এবং ঋষভ রিখিরাম শর্মার একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে সানিয়া ও ঋষভকে একসঙ্গে দেখা গিয়েছে, সেতারবাদক এক ফ্যানের সঙ্গে ছবি তুলছেন। ভক্তরা এই জুটিকে একই অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন ছবিতে একই ব্যক্তির সাথে পোজ দিতেও দেখেছেন। ছবিগুলি ভক্তদের ভাবিয়ে তুলেছে যে তাঁরা ডেট করছেন কি না।
একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, 'আমি শুধু চাই সানিয়া সুখী হোক।' আরেকজন মন্তব্য করেছেন, 'কী সুন্দর জুটি! (ধরে নিচ্ছি তারা প্রেমিক যুগল)।' আরেকজন মন্তব্য করেছেন, 'যদি তারা ডেট করে, তাহলে তাদের জন্য ভালো। দু'জনেই খুব প্রতিভাবান।' একজন ভক্ত আরও উল্লেখ করেছেন, ‘তিনি (ঋষভ) সাধারণত তাঁর (সানিয়ার) পোস্টে মন্তব্য করেন এবং সানিয়াও ঋষভের পোস্টগুলিতে লাইক করেন। আশা করি, তাঁরা একসঙ্গে ভালো আছেন।’ আরেকজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘দুজনেই যেমন সুন্দর, তেমনই প্রতিভাবান।’
আরও পড়ুন: ভারত-বিরোধী ছবিই অস্কারে যায়! 'দেশের দারিদ্রতা-দুর্দশা না দেখালে…', বিস্ফোরক কঙ্গনা
কে এই ঋষভ রিখিরাম শর্মা?
ঋষভ রিখিরাম শর্মা একজন সেতার বাদক এবং সংগীত রচয়িতা। তিনি রিখি রাম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যা দক্ষ লুথিয়ার তৈরির জন্য সুপরিচিত, যারা সুপরিচিত সেতার বাদকদের জন্য যন্ত্র তৈরি করেছেন। তিনি প্রয়াত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের শেষ শিষ্য। ঋষভ মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন। এমনকী তিনি তাঁর উদ্যোগ সেতার ফর মেন্টাল হেলথের অধীনে বিনামূল্যে সংগীত থেরাপিও সরবরাহ করেন।
আরও পড়ুন: এই বছরেই ছাদনাতলায় ঋতাভরী, শাহরুখ ঘনিষ্ঠ প্রেমিকের সঙ্গে সারবেন ডেস্টিনেশন বিয়ে
ঋষভ চাণক্য সহ কিছু উল্লেখযোগ্য রচনা তৈরি করেছেন, যা বীর রস দ্বারা প্রভাবিত। নিজের সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো দিয়ে সেনসেশন হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে মার্কিন রাষ্ট্রপতির বাসভবনে অনুষ্ঠিত প্রথম দিওয়ালি পার্টিতে একক পারফর্ম করার জন্য হোয়াইট হাউস তাঁকে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানিয়েছিল এবং প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের সময়ও পারফর্ম করেন তিনি।
কাজের সূত্রে, সানিয়া মালহোত্রা বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং করণ জোহর সমর্থিত এই ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং রোহিত সরফ।