বোম্বে টকিজ, ৮৩, সিটাডেল সহ একাধিক দুর্দান্ত সিনেমায় অভিনয় করেছেন সাকিব সেলিম। প্রায় দেড় যুগ বলিউডে অভিনয় করার পরেও অডিশন নিয়ে ভীষণ ক্ষুব্ধ অভিনেতা। অডিশনের স্বচ্ছতা নিয়ে কথা বলতে গিয়ে কী বললেন সাকিব?
সম্প্রতি HT - এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে সাকিব বলেন, ক্রাইম বিট সিনেমায় সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে বুঝতে পারছি যে এই পেশা কত কঠিন। এখানে রাত দিনের কোনও ঠিক থাকে না, নির্দিষ্ট সময়ে খাওয়াও হয় না, সারাদিন কোনও না কোনও কিছুর পেছনে ছুটে চলেছেন সাংবাদিকরা।
অভিনেতা বলেন, ক্রাইম বিট সিনেমায় অভিনয় করার পর সাংবাদিকদের প্রতি আমার ধারণা পুরোপুরি পাল্ট গেছে। এখন কোনও সাংবাদিক যখন আমার ইন্টারভিউ নেওয়ার কথা বলেন তখন পুরোপুরি তাকে না বলে দিই না। চেষ্টা করি ইন্টারভিউ দেওয়ার। তাঁদের বোঝার চেষ্টা করি।
আরও পড়ুন: ভাইয়ের বিয়ে মিটতেই হায়দরাবাদে প্রিয়াঙ্কা! এবার কি শুরু নতুন ছবির শ্যুটিং?
আরও পড়ুন: দিওয়ালিতে বক্স অফিসে ধুন্ধুমার? কার্তিকের নয়া ছবির মুখোমুখি হবে আয়ুষ্মানের থামা
অডিশন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি এখনও পর্যন্ত প্রায় ১৬টি সিনেমায় অভিনয় করেছি। প্রত্যেকটি সিনেমার জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অডিশন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। চরিত্রের জন্য যে আমি যথাযথ তা বিশ্বাস করাতে হয়েছে পরিচালকদের।
অভিনেতা আরও বলেন, সত্যি কথা বলতে কেরিয়ারের প্রথম দিকে আমি অডিশন দিতে একেবারেই পছন্দ করতাম না। প্রথম প্রথম যখন সিনেমা পেতাম, তখন মনে হতো আর অডিশন দেওয়া দরকার নেই বাকিগুলো হয়তো এমনি পাব। তবে এখন আমার মনে হয় আপনি যদি ভালো অভিনেতা হন তাহলে অডিশন দিতে আপনার আপত্তি থাকার কথা নয়।
অডিশনের স্বচ্ছতা নিয়ে কথা বলতে তিনি বলেন, গত ১৫ বছরে আমি দেখেছি বহু অভিনেতা এমন রয়েছেন, যারা কোনও অডিশন ছাড়াই পরপর কাজ পেয়ে গেছেন। আমার মনে হয় সকলের জন্য নিয়ম এক থাকা উচিত। স্বচ্ছতা থাকা উচিত একটি নিয়মে।
আরও পড়ুন: অবশেষে! কোন ইনস্টাগ্রাম বন্ধুর সঙ্গে দেখা করে খুশিতে ডগমগ সামান্থা
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি লাভিয়াপ্পার! দ্বিতীয় সপ্তাহে মাত্র ৪৪ লাখ ঘরে তুলল খুশি-জুনায়েদের ছবি
প্রসঙ্গত, ক্রাইম বিট সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা। দিল্লির প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন সাবা আজাদ, রাহুল ভাট, দানিশ হুসেন, রাজেশ তাইলাং। সিনেমাটি ২১ ফেব্রুয়ারি থেকে Zee 5 - এ দেখা যাবে।