বলিউডের অন্যতম ফ্যাশান আইকন সারা আলি খান। কেদারনাথ অভিনেত্রীকে অনেকে ফ্যাশানিস্তাও বলে থাকেন। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নং ১’এর একটি ফটোশ্যুট করেন অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা গিয়েছে একদম ট্রেন্ডি লুকে।
অভিনেত্রীকে দেখা যায় ডেনিম ডিজাইনার ক্রপ টপের সঙ্গে ডেনিম স্কার্টে। মিড পার্টে চুল খোলা অবস্থায় হাল্কা মেকাপে। নুড লিপস্টিকে ধরা দেন সারা। ডেনিম পোশাকে এম্ব্রয়ডারি কাজ নজরে আসছে। অভিনেত্রী অ্যাক্সেসরিজের মধ্যে বা হাতে ঘড়ি পরেছেন। খুব ক্যাজুয়াল লুকে দেখা গেছে তাঁকে।
তবে সবচেয়ে আকর্ষনীয় জিনিস হল অভিনেত্রীর পায়ের স্টিলেটো শু। ক্রিস্টিয়ান লুবোটিন ব্রান্ডের ওই জুতোর বাজার মূল্য ৫৩ হাজার ১৪৯ টাকা। অভিনেত্রীর ফ্যাশান স্টেটমেন্টকে আরো একধাপ বাড়িয়ে তুলেছে এই জুতো। যা সকলের নজর কাড়ছে।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাসে সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে কুলি নম্বর-১। ছবির প্রমোশনের কোনও সুযোগই হাতছাড়া করছেন না সারা। পরিচালক ডেভিড ধওয়ানের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বরুণ-সারা জুটিকে।