নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক অনুরাগ বসু। নাম ‘মেট্রো.. ইন দিনো’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফতিমা সানা শেখ। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন প্রীতম।
এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। শুধু তাই নয়, সারা প্রথমবারের মতো পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজ করছেন। নতুন প্রজন্মের প্রেমের গল্প উঠে আসবে এই ছবিতে। এদিন প্রযোজনা সংস্থা টি সিরিজ এবং অনুরাগ বসু প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের আগামী ছবি 'মেট্রো ইন দিনো'র ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সারমেয় ছানাদের কোলে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট, দত্তক নেওয়ার আর্জি দেবচন্দ্রিমার
পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন, ‘মেট্রো... ইন দিনো সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি গল্প। ভূষণ কুমারের আবার একবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’ প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক। প্রথম ছবিতে যেমন একাধিক সম্পর্কের গল্প উঠে এসেছিল, তেমনি সিক্যুয়েলেও সম্পর্কের নানা গল্প উঠে আসবে।
অভিনেত্রী সারা আলি খানকে শেষ দেখা গিয়েছিল পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি আতরঙ্গি রে-তে। এছাড়াও পরিচালক লক্ষ্মণ উতেকারের সঙ্গে একটি শিরোনামহীন ছবিতে কাজ করছেন সারা। শোনা যাচ্ছে, বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে।