বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে নাকি চুপিচুপি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন সইফ কন্যা সারা। এবার সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ল! দুজনে একই সময় রাজস্থান থেকে শেয়ার করলেন ছুটি কাটানোর ছবি। আর সেটা দেখেই দুইয়ে দুইয়ে চার করছে নেটপাড়া।
আরও পড়ুন: কনসার্টে 'আগর তুম সাথ হো' গাইতে গাইতে অরিজিৎ গোলাপ উপহার দিলেন! কিন্তু কাকে?
কী ঘটেছে?
রাজস্থানের আলিশান হোটেল থেকে ছবি পোস্ট করেছেন সারা এবং অর্জুন দুজনেই। তবে একসঙ্গে নয়, মানে একফ্রেমে নেই দুজনে। ছবি আলাদা আলাদা পোস্ট করলেও সেটা যে একই জায়গা থেকে তোলা সেটা বেশ স্পষ্ট। আর সেটা দেখেই তাঁদের অনুরাগীরা অনুমান করছেন যে তবে কি দুটিতে রোম্যান্টিক হলিডে মুডে রয়েছেন এখন?
সারা আলি খান সম্প্রতি রাজস্থানের যেখানে আছেন সেখানকার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কখনও সেই জায়গার সৌন্দর্য তুলে ধরেছেন ছবিতে, কখনও আবার আবার হোটেলের স্টাফদের সঙ্গে ছবি তুলেছেন। কখনও স্নানের পর স্নান পোশাকে গরম পানীয়তে চুমুক দিয়েছেন সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন। বাদ দেননি ডেজার্ট সাফারির ছবি পোস্ট করতে।
অন্যদিকে আবার অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি পোস্ট করেছেন। কিন্তু দুটো জায়গা যে একই সেটা ধরে ফেলেছেন তাঁদের অনুরাগীরা।
প্রসঙ্গত প্রথমবার তাঁদের প্রেম চর্চা উসকে যায় অক্টোবর কাছে যখন তাঁদের একসঙ্গে কেদারনাথ যেতে দেখা যায়। সেই ট্রিপে তাঁরা একসঙ্গেই ঈশ্বরের কাছে পুজো দেন তারপর সেখান থেকে নিজেদের ছবি পোস্ট করেন, যদিও আলাদা আলাদা। কিন্তু সেই সময় থেকেই শুরু হয়ে যায় তাঁদের দুজনের প্রেম চর্চা। যদিও এখনও এই বিষয়ে তাঁরা কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেননি।
কে এই অর্জুন প্রতাপ বাজওয়া?
অর্জুন প্রতাপ বাজওয়া হলেন একজন খ্যাতনামা মডেল, এমএমএ ফাইটার। তিনি একাধিক বলিউড ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন, এই ছবিগুলোর অন্যতম হল অক্ষয় কুমারের সিং ইস ব্লিং।
সারা আলি খানের আগামী কাজ
সারা আলি খানকে আগামীতে একাধিক ছবিতেই দেখা যেতে চলেছে। বলা ভালো তাঁর ঝুলিতে এখন বহু ছবি আছে। অক্ষয় কুমারের সঙ্গে তাঁকে স্কাই ফোর্স ছবিটিতে দেখা যাবে। এছাড়া অনুরাগ বসুর মেট্রো ইন দিনো ছবিটি তো আছেই। আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি স্পাই কমেডি ছবিতেও তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে।