বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan: 'লাভ আজকালে আমার অভিনয় খুব বাজে ছিল', স্মৃতিচারণায় কোন ভুল স্বীকার করলেন সারা?

Sara Ali Khan: 'লাভ আজকালে আমার অভিনয় খুব বাজে ছিল', স্মৃতিচারণায় কোন ভুল স্বীকার করলেন সারা?

স্মৃতিচারণায় কোন ভুল স্বীকার করলেন সারা?

Sara Ali Khan: লাভ আজকাল ছবিতে নাকি ভয়ানক খারাপ অভিনয় করেছিলেন সারা আলি খান! তেমনটাই অন্তত তিনি জানালেন। সেই খারাপ কাজ দেখে তিনি পরিচালককে কী বলেছিলেন জানেন?

কেদারনাথ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ডেবিউ করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন সারা আলি খান। কিন্তু তারপরই তিনি লাভ আজকাল এবং কুলি নম্বর ১ ছবি দিয়ে দর্শকদের মন সেভাবে জিততে পারেননি বলেই মনে করেন। অতীতের করে আসা ভুল নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী।

ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে একটি কথোপকথনে তিনি জানান, 'মানুষ মানেই তার উপর কিছু না কিছু চাপ থাকেই প্রত্যাশার। সেই চাপে পড়ে সে কখনও ভালো কাজ করে, কখনও খারাপ করে। কখনও নাম করে, কখনও সমালোচিত হয়। আর এই সমস্ত কিছু আদতে আপনাকে ভিতর দিয়ে শক্তি দেয়। কিন্তু যাই হয়ে যাক না কেন আমি শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই ম্যাটার করে। আমাদের উচিত ভুল করা। আমিও করেছি।'

সারা তাঁর ভুলের বিষয়ে বলতে গিয়ে বলেন, 'আমার লাভ আজকালের অভিনয় অত্যন্ত ভয়াবহ ছিল। সেই খারাপ কাজের পর আমি কুলি নম্বর ১ এর জন্য রাজি হচ্ছিলাম না। কেদারনাথ, সিম্বার পর আমার মা, ভাই সহ সবার আমার উপর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। ফলে একটা চাপ ছিলই। এই ছবিগুলোর পর সবাই আমায় দেখে ভালো বলতো। তারপর এই দুটো ছবিতে খারাপ অভিনয় করার পর সবাই সেগুলো দেখে বলতে শুরু করল, সত্যি এটা সারা!'

এই ছবিটা অনলাইনে রিলিজ করার পর সেটা নিয়ে দারুণ সমালোচনা শুরু হয়েছিল। লাভ আজকাল যেদিন মুক্তি পায়, তারপর দিন থেকে আত্রঙ্গি রে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। দর্শকদের থেকে খারাপ রিভিউ পেয়ে অভিনেত্রী নাকি পরিচালককে বলেছিলেন তাঁকে সেই ছবি থেকে সরিয়ে দিতে। তাঁর কথা অনুযায়ী, 'আমার মনে আছে, আমি আনন্দজিকে (আনন্দ এল রাই) বলেছিলাম উনি আমায় এখান থেকে সরিয়ে দেবেন কিনা। আমি এই বিষয়টা কখনও কাউকে বলিনি। আমার মনে আছে লাভ আজকাল ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল, আ ২৬ ফেব্রুয়ারি থেকে ওই ছবির শ্যুটিং ছিল। আমি ১৬ তারিখ ওঁকে ফোন করে বলি যে আমায় সরিয়ে দেবেন কিনা। তখন উনি বলেন ভয় পাওয়া খারাপ মানসিকতা। সারা ভয় পেতে পারে, কিন্তু আমার রিঙ্কু ভয় পায় না। আর তুমি আমার সেই রিঙ্কু। আর সেই বিশ্বাসের উপর জোর দিয়েই আমি এগিয়ে থাকি। আমি জানি আমি ভুল করেছি। কিন্তু আমি তার থেকে শিখেছি।'

তিনি আরও বলেন ওই সময় তাঁর মধ্যে অনেক মেকি বিষয় ছিল। এবং তিনি এমন অনেক কাজ করতে থাকেন যেগুলো তিনি মন থেকে বিশ্বাস করতেন না।

আগামীতে সারাকে গ্যাসলাইট ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিটি ৩১ মার্চ মুক্তি পাবেন এছাড়া তাঁকে আগামীতে মার্ডার মুবারক, ইত্যাদি ছবিতেও দেখা যাবে।

বন্ধ করুন