সোমবার ২৯ বছরের জন্মদিন পালন করলেন সারা আলি খান। কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখা সারা, ইতিমধ্যেই বেশ নাম কামিয়েছেন। শুধু তাই নয়, মিষ্টি স্বভাবের কারণে তিনি জনপ্রিয় পাপারাজ্জিদের মধ্যেও। এদিন দেখা গেল সাদা চুড়িদার পরে তিনি পাপারাজ্জিদের আনা কেক কাটলেন, এমনকী উপস্থিত সকলের হাতে তুলে দিলেন রিটার্ন গিফটও।
সারা পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটেন
সাদা
চুড়িদারে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছিল সারা আলি খানকে, যখন তিনি পাপারাজ্জিদের সামনে উপস্থিত হয়েছিলেন। তিনি তার চুল খোলাই রেখেছিলেন এবং ছিল খুব সামান্য মেকআপ। তারপরে, তিনি সোফায় বসে টেবিলে রাখা চকোলেট কেকটি কাটেন আর সকলে মিলে গায় হ্যাপি বার্থ ডে গান।
আরও পড়ুন:
অভিনেত্রী সাদা প্যাকেটে পাপারাজ্জিদের জন্য মিষ্টিও এনেছিলেন, যা তিনি নিজে সকলের মধ্যে বিতরণ করেছিলেন। ভক্তরা মন্তব্য বিভাগে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর এই আন্তরিক স্বভাবের প্রশংসাও করেছেন।
এদিন কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সাইফ-সারার একটি সাদা-কালো ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন ডার্লিং সারা! প্রচুর ভালোবাসা এবং কুমড়োর সব্জি তোমার জন্য! (রেড হার্ট ইমোটিকন) "
বলিউডের হার্টথ্রব এখন সারা আলি খান
সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে তিনি। সারা ২০১৮ সালের কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছিলেন। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরষ্কারও জিতেছিলেন। সারা-র দ্বিতীয় সিনেমা ছিল রণবীর সিংয়ের সঙ্গে রোহিত শেঠির সিম্বা। এরপর 'অতরঙ্গি রে', 'কুলি নম্বর ওয়ান', ‘জারা হাটকে জারা বচকে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
নেটফ্লিক্সের 'মার্ডার মুবারক' এবং প্রাইম ভিডিয়োর 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'-এর জন্য মিশ্র রিভিউ পেয়েছেন সারা। আগামীতে তাঁকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো ইন ডিনো' ছবিতে। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে আদিত্য রায় কাপুর ও কঙ্কনা সেন শর্মা অভিনীত এই ছবি।