সারা আলি খান বর্তমানে অপেক্ষা করে রয়েছেন পরবর্তী ছবি ‘অতরঙ্গি রে’-র জন্য। ইতিমধ্যেই সিনেমার প্রচারে এখানে ওখানে চোখা পড়ছে সারাকে। এই দু'দিন আগে বিগ বসে গিয়েছিলেন! আর এবার চলে এলেন ‘অনুপমা’ মানে আমাদের ‘শ্রীময়ী’র হিন্দি ভার্সনের কাছে।
‘অনুপমা’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে সারা আলি খানের সাথে নাচ করতে। ক্যাপশনে লিখেছেন ‘আমার ভাইয়ের চাকা চাক কোরিওগ্রাফিতে নাচ করছি, চাকা চাক গার্লের সাথে চাকা চাক পোশাক। সবথেকে মিষ্টি আর মাটির অভিনেত্রীর সাথে নাচ।’
‘অনুপমা’র সেটে নিজের সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন সারা। বাংলায় ‘শ্রীময়ী’ শেষ হতে চললেও হিন্দিতে প্রায় প্রতি সপ্তাহেই সেরা টিআরপি ধরে রাখে এটি। ভিডিয়োতে সবুজ শাড়ি আর গোলাপি ব্লাউজে দেখা মিলল সারা-র। সিনেমাতেও এই গানে তিনি এই পোশাকই পরেছিলেন।
এর আগে চাকা চাক গানে সারা নাচ করছেন আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, রণবীর সিং, অনন্যা পাণ্ডে-দের সাথে। এমনকী নিজের সিনেমার গানে পাপারাৎজিদেরও নাচিয়ে ছেড়েছেন সইফ-অমতৃা কন্যা।
আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে এক বিহারি মেয়ের চরিত্রে দেখা মিলবে সারার, নাম টিঙ্কুর। যে নিজের বর (ধানুশ) আর প্রেমিক (অক্ষয় কুমার) দু'জনকেই ভালোবাসে। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।