কাশ্মীরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সারা আলি খান। ভূ-স্বর্গে দুর্দান্ত সময় কাটানোর কিছু মুহূর্ত উঠে এসেছে সারার ইনস্টাগ্রামে। মুম্বইয়ের কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজ আর পাহাড়ের কোলে এক টুকরো শান্তি খুঁজে পেয়েছিলেন ‘কেদারনাথ’ নায়িকা। এর মাঝেই সোশ্যালে ভাইরাল নায়িকার এক ভিডিয়ো। আরও পড়ুন-বো দেওয়া হট পিঙ্ক বার্বি ড্রেসে নজরকাড়া সারা! জানেন তাঁর এই পোশাকের দাম কত?
প্লেনের অন্দরের সেই ভিডিয়োতে বিমানসেবিকার উপর রেগে কাঁই সারা। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে সারার সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে কেবিন ক্রু , উঠে এসেছেন পাইলটও। রেগে অগ্নিশর্মা অভিনেত্রী। গোল গোল চোখ করে এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে তিনি। এরপর সিট ছেড়ে উঠে চলে গেলেন।
চর্চা,সারার দামী পোশাকে নাকি জুসের গ্লাস উলটে ফেলেছেন বিমান সেবিকা, সেই কারণেই যত কাণ্ড। যদিও সারার পোশাক, মেকআপ দেখে অনেকের ধারণা এটা কোনও বিজ্ঞাপনী শ্যুটের ঝলক। চুল কার্ল করা, চোখে চড়া মেকআপ। সারার এমন এয়ারপোর্ট লুক দেখতে মোটেই অভ্যস্ত নয় কেউ। বরং প্লেনে চড়ার সময় ক্যাজুয়াল পোশাকেই ধরা দেন অভিনেত্রী।
এই ভিডিয়োকে তাই প্রমোশন্যাল গিমিক বলেই মনে করছন সকলে। হয়ত কোনও বিজ্ঞাপন কিংবা ছবির শ্যুটের অংশ এটি। সারা অবশ্য গোটা বিষয় নিয়ে চুপ।
সারা এই পোস্ট ঘিরে অবশ্য সমালোচনাও কম ধেয়ে আসেনি। একজন লেখেন, ‘আজই বিমান দুর্ঘটনায় নেপালে এত মানুষ জীবন হারালো, পিআরদের এগুলোও মাথায় থাকে না। সংবেদনশীল হওয়া উচিত’। অপর একজন লেখেন, ‘মনে হয় এয়ার হোস্টেস সারাক নমস্কার করেনি, তাই ম্যাডাম রেগে গেছে’।
সারাকে শেষবার দেখা গিয়েছে মার্ডার মুবারক ছবিতে। হোমি আদাজানিয়ার এই ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন সারা। এই সিরিজে তাঁর বিপরীতে ছিলেন বিজয় বর্মা। এছাড়াও সঞ্জয় কাপুর, করিশ্মা কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠীকেও এই সিরিজে দেখা গিয়েছে। পাশাপাশি 'এ ওয়াতান মেরে ওয়াতান'- ছবিতে অভিনয়ের জন্যও যথেষ্ট প্রশংসিত হয়েছেন পতৌদির শাহজাদি। এই ছবিতে তিনি ২২ বছর বয়সী 'ঊষা'-এর চরিত্রে অভিনয় করেছেন। ঊষা মুম্বইয়ের বাসিন্দা ছিলেন যিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন। ভূগর্ভস্থ একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে এই আন্দোলনের সক্রিয় যোগদান রেখেছিলেন কলেজ ছাত্রী ঊষা।
আপতত চর্চায় সারার ব্যক্তিগত জীবন। মেট্রো ইন দিনো কো-স্টার আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার প্রেমের চর্চা জারি আছে। ওদিকে পরিচালক আকাশ কৌশিকের আসন্ন ছবিতে প্রথমবার আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সারা। ধর্মা প্রোডাকশন এবং শিখা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি।