বছর শেষে অনেকেই ছুটি কাটাকে দেশ-বিদেশে যান। এই ক্রিসমাসর আগেই মা অমৃতা সিংকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। মার্কিন মুলুকে ঘুরে বেড়ানোর একাধিক ছবি এবং ভিডিয়ো সারার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে।
গোলাপি বিকিনি পরে পুলের জলে ডুব দিয়েছেন সারা, শেয়ার করেছেন সেই ছবি। মা অমৃতা সিংয়ের সঙ্গে ইউকের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী, পার্কে সূর্যাস্তের রোদ গায়ে মেখে ছবি তুলেছেন। এরপর মা-মেয়ে একসঙ্গে বসে বিদেশী খাবারে পাত পেরে ডিনারও সেরেছেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ নিয়ে দীপিকার ইনস্টাগ্রাম রিল, গানে পরিণত করলেন যশরাজ, তুমুল ভাইরাল
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে অমৃতা সিং এবং হেয়ার স্টাইলিস্ট স্যাঙ্কি ইভরাসের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেত্রীকে স্পোর্টস ব্রায়ের উপর গোলাপি জ্যাকেট, গোলাপি প্যান্ট এবং জুতো পরে দেখা মিলেছে। অমৃতা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে কালো লং জ্যাকেট পরেছেন।
পরে সারা গোলাপি বিকিনিতে ইনডোর পুলের জলের মধ্যে থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। একটি ছবি ‘সুখী, শান্তিপূর্ণ, আরামদায়ক’ ক্যাপশন লিখে শেয়ার করেছেন।
এ দিকে সারার বাবা সইফ আলি খানও মার্কিন মুলুকে রয়েছেন। স্ত্রী করিনা কাপুর, বোন সাবা আলি খান এবং দুই ছেলে তৈমুর-জেহকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানেই তৈমুরের ৬ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন সকলে মিলে।
গত সপ্তাহে 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবির শ্যুটিং শেষ করেছেন সারা আলি খান। এই থ্রিলার সত্য ঘটনা অবলম্বনে তৈরি। পরিচালনায় দারাব ফারুকি এবং কানন আইয়ার।