বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant-Sara: ‘প্রিয় চাঁদের কাছে আছে!’, চার পূর্ণ করল কেদারনাথ, সুশান্তের জন্য মন কাঁদল সারার

Sushant-Sara: ‘প্রিয় চাঁদের কাছে আছে!’, চার পূর্ণ করল কেদারনাথ, সুশান্তের জন্য মন কাঁদল সারার

সুশান্তের স্মৃতিতে কী লিখলেন সারা আলি খান?

সারা-সুশান্তের ‘কেদারনাথ’-এর চার বছর পূর্ণ। সইফ-কন্যার অ্যাক্টিং কেরিয়ারেরও। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নায়িকার। 

মঙ্গলবার বলিউড কেরিয়ারের চার বছর সম্পূর্ণ হল সারা আলি খানের। ‘কেদারনাথ’ দিয়েই ক্যামেরার সামনে কাজের শুরুয়াত। যাতে সইফ-কন্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত সিং রাজপুত। যদিও সেই ২০১৯ সালেই না ফেরার দেশে চলে গিয়েছেন সারার নায়ক। তবে বিশেষ দিনে মন কেঁদে উঠল তাঁরও সুশান্তের জন্য। সেটে তোলা একটি বিশেষ ছবি শেয়ার করে লম্বা নোট শেয়ার করলেন প্রয়াত কো-স্টারকে নিয়ে।

সারার শেয়ার করা একগুচ্ছ ছবির মধ্যে প্রথম দুটি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তোলা। একটা ছবিতে দেখা গেল সারার কানে হেডফোন, আর নায়িকার গাল ধরে কিছু বলছেন সুশ। পরের ছবিটা পাহাড়ের বোল্ডারের উপর পাশাপাশি বসে তাঁরা, কোনও এক মজাদার কথোপকথনের মাঝে যা ক্যামেরাবন্দি করা হয়েছিল। এছাড়াও সিনেমার সঙ্গে জড়িত একাধিক ছবি শেয়ার করেন নায়িকা। কেদারনাথের জন্য বেস্ট ডেবিউ ফিমেল হিসেবে ফিল্মফেয়ার পাওয়ার বিশেষ মুহূর্তও।

ক্যাপশনে সারা লিখলেন, ‘চার বছর আগে আমার সবচেয়ে বড় ইচ্ছেপূরণ হয়েছিল। আমার তো এখনও এটা স্বপ্ন লাগে, আর সারাজীবন থাকবে। অগস্ট ২০১৭-তে ফিরে যাওয়ার জন্য এবং সিনেমার প্রতিটা দৃশ্য আবার শ্যুট করার জন্য় আমি যা ইচ্ছে করতে পারি। কত কিছু শিখেছিলাম সুশান্তের থেকে, সঙ্গীত, চলচ্চিত্র, বই, জীবন, অভিনয়, তারা এবং আকাশ, প্রতিটি সূর্যোদয়, সূর্যাস্ত এবং চন্দ্রোদয়ের সাক্ষী হয়েছিলাম। নদীর শব্দ শোনা, ম্যাগি এবং কুরকুরের প্রতিটি প্লেট উপভোগ করা, ভোর ৪টেয় ঘুম থেকে উঠে প্রস্তুত হওয়া, গাট্টু স্যারের সাথে পরিচয় ও তাঁর নির্দেশনায় মুক্কু হয়ে ওঠা। এই স্মৃতির জন্য আজীবন আপনাকে ধন্যবাদ।’

সারা আরও লেখেন, ‘আজ রাতে পূর্ণিমা যেমন উজ্জ্বল হয়ে উঠছে, আমি জানি সুশান্ত ঠিক তার প্রিয় চাঁদের কাছে আছে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে সে সবসময় কেদারনাথ থেকে অ্যান্ড্রোমিডা পর্যন্ত থাকবে।’

২০১৩ সালে হওয়া উত্তরাখণ্ড বন্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘কেদারনাথ’। এক মুসলিম পোর্টারের সঙ্গে হিন্দুযাত্রীর প্রেম নিয়েই এই সিনেমা। যাদের ভালোবাসা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে।

এদিকে ২০২০ সালের জুন মাসে নিজের অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। আপাতত চলছে তদন্ত। তাঁর শেষ সিনেমা ‘দিল বেচারা’।

 

বায়োস্কোপ খবর

Latest News

ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.