করণ জোহরের প্রযোজনায় 'নাদানিয়া' ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সইফ-অমৃতা পুত্র ইব্রাহিম। ছবিতে ইব্রাহিমের নায়িকা খুশি কাপুর। সদ্য মুক্তি পেয়েছে ইব্রাহিমের ছবির নাম 'ইশক মে'। আর এরপরই ভাইকে নিয়ে গর্ব করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন সারা আলি খান।
কী লিখেছেন সারা?
ইব্রাহিমের দিদি, অর্থাৎ অভিনেত্রী সারা আলি খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ইশক মে’ গানটি আরও একবার শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার ভাইয়ের প্রথম গান (জুড়ে দেন গোলাপী হৃদয়, নাচ এবং হ্যান্ড হার্ট ইমোজি) আব তেরে ম্যাজিক কা জামানা (এবার তোর জাদুর অপেক্ষায়) (জুড়ে দেন প্রিয় ও যাদুর কাঠির ইমোজি)। আমি সবসময় বলেছি পরিবারের সেরাটা এখনও আসেনি (জুড়ে দেন অ্যালার্ম ঘড়ি, দুয়া এবং হাত জোড় করা ইমোজি)।’
সারা আরও লেখেন যে তিনি ছবিতে খুশি কাপুরের ‘সৌন্দর্য এবং গৌরব’ দেখার জন্য তাঁর আর অপেক্ষা সইছে না। সারা আরও বলেন যে তিনি শওনা গৌতমের অভিষেক নিয়েও বেশ উৎসাহী। যিনি কিনা করণ জোহরের ২০২৩ সালের হিট রোমান্টিক কমেডি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সহকারী পরিচালক ছিলেন। তিনিই এই ছবিতে ইব্রাহিমের পরিচালক। 'নাদানিয়া' ছবিটির প্রযোজনা করছে করণের ধর্মা প্রোডাকশন।
ইব্রাহিমের পিসি অর্থৎ সাইফ আলি খানের বোন সোহা আলি খানও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইপোর ছবির গানটি পুনরায় পোস্ট করে লেখেছেন, ‘ভাল লাগছে ইগি!’ (জুড়ে দেন সানগ্লাস ইমোজি সহ মুখ)।
ইব্রাহিম আলি খান
ইব্রাহিমের পরিবারের সকলেই অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে রয়েছেন। দিদি সারা আলি খান, পিসি সোহা, পিসেমশাই কুণাল খেমু, বাবা সইফ ও মা অমৃতা এবং ইব্রাহিমের ঠাকুমা শর্মিলা ঠাকুর কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে একজন। এছাড়াও সইফ দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরও নামী অভিনেত্রী। ২০১৮ সালে 'কেদারনাথ' দিয়ে ডেবিউ করছিলেন সারা আলি খান। সম্প্রতি তাঁকে 'স্কাই ফোর্স' ছবিতে দেখা গিয়েছে। খুব শীঘ্রই সারাকে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি অ্যাকশন কমেডিতে দেখা যাবে।
এদিকে সইফকে শেষবার দেখা গিয়েছিল কোরতালা শিবার তেলুগু অ্যাকশন এন্টারটেইনার 'দেবারা: পার্ট ওয়ান' ছবিতে। আগামীতে তিনি কুকি গুলাটি এবং রবি গ্রেওয়ালের হিস্ট থ্রিলার জুয়েল থিফ-এ অভিনয় করবেন, যা নেটফ্লিক্স ইন্ডিয়াতেও মুক্তি পাবে। অন্যদিকে সুমন ঘোষের 'পুরাতন' ছবির মাধ্যমে ফের একবার বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর।