গুজরাট টাইটান্সের শুভমন গিল হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকে। দেখে মনেই হল না প্রথমবার তিনি অংশ নিয়েছেন কোনও র্যাম্পে শো-তে।
1/5ব্যাট হাতে ক্রিকেট মাঠে ঝড় তোলা শুভমন গিল এবার তাক লাগালেন র্যাম্পে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের তরুণ তুর্কির ফ্যাশন দেখে চোখ ফেরানোই দায়। দেখে মনে হলই হয় না, এইপ্রথম তিনি হাঁটলেন র্যাম্পে। আপাতত সেই ফোটো আর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
2/5এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক (Lakme Fashion Week) ২০২২-র র্যাম্প শো-তে শো স্টপার হয়ে হাঁটতে দেখা গেল শুভমনকে। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে র্যাম্প ওয়াকের একটা ভিডিয়োও শেয়ার করে নিয়েছেন তিনি। টুইটারে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’।
3/5কণিকা গোয়েলের ডিজাইনেই এদিন দেখা মিলল শুভমনের। একদম কম্ফি স্টাইলে র্যাম্পে রাম করলেন শুভপম। আসলে তাঁর গুজরাট টাইটান্স দলের সঙ্গে এফডিসিআই ব্র্যান্ডের চুক্তি রয়েছে। আর সেটার জেরেই এই র্যাম্পে হাঁটা। ক্রিকেটের ভক্তদের কথা মাথায় রেখেই নিজের এই স্ট্রিটওয়্যার কালেকশন লঞ্চ করলেন কণিকা। যেখানে কমলা, নীল, লাইলাক, হলুদের মতো রং ব্যবহার করা হয়েছে। ওভারসাইজড পোশাকের ডিজাইনে আনা হয়েছে নানা বৈচিত্র্য।
4/5র্যাম্পে হাঁটা প্রসঙ্গে শুভমনকে বলতে শোনা যায়, ‘ম্যাচের আগে যেমন পেটের মধ্যে প্রজাপতি ওড়ে, এই ফ্যাশন শো-র আগেও আমার সঙ্গে তেমনটাই হচ্ছিল।’ আফগান তারকা ক্রিকেটার রশিদ খান টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
5/5শুভমন আজকাল খবরে আছেন সারা-র সঙ্গে প্রেম করার কারণে। সারা তেন্ডুলকরের সঙ্গে ব্রেকআপের পরে তিনি মন দিয়েছেন সারা আলি খানকে। দুজনকে একসঙ্গে ডিনার ডেটেও দেখা গিয়েছে।