বাংলা নিউজ > বায়োস্কোপ > সারা-ইব্রাহিম নাকি সইফ-অমৃতা! রাজকীয় ভাইফোঁটার ছবিতে মুগ্ধ ভক্তরা

সারা-ইব্রাহিম নাকি সইফ-অমৃতা! রাজকীয় ভাইফোঁটার ছবিতে মুগ্ধ ভক্তরা

সারা আলি খান ও ইব্রাহিম আলি খান  (ইনস্টাগ্রাম)

‘ইগি পটার’-কে শুভেচ্ছা সারার।

ভাইফোঁটায় সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইদের সঙ্গে ছবি তুলে উদযাপনের পোস্ট করেছেন সকলে। বলিউডে সবাইকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। তালিকায় পিছিয়ে নেই সারা আলি খানও। ইব্রাহিমের সঙ্গে ছবি পোস্ট করে সোমবার সকলকে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায় সইফ কন্যা সারাকে। 

ইব্রাহিম আলি খানের সঙ্গে ছবি পোস্ট করেন সারা আলি খান। সারা বেগুনি রঙের আনারকলি চুড়িদার পরে এবং ইব্রাহিম ডিজাইনার কুর্তা পাজামা পরে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। বেশ খোশ মেজাজে খুনসুটি করে ছবিতে পোজ দিতে দেখা যায় দু'জনকে। তবে সারা আলি খানকে দেখে একেবারে মনে হচ্ছিল যে তিনি অমৃতা সিং। আর ইব্রাহিম দেখে হচ্ছিল যেন সইফ আলি খান। 

সারাকে দেখা গিয়েছে ইব্রাহিমকে তাঁর ডাকনাম-‘ইগি পটার’ হিসেবে সম্বোধন করতে। পোস্টে তিনি লিখেছেন, ‘সকল ভাই বোনেদের ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। তোমায় অনেক মিস করছি আমার ইগি পটার। অপেক্ষা করতে পারছি না তোমাকে রাগানোর জন্য।'

আপাতত, সারা নিজের পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ১’-এর মুক্তির অপেক্ষায়। ছবির জন্য তাঁকে বিভিন্ন জায়গায় প্রচার চালাতে দেখা যাচ্ছে। 

বন্ধ করুন