বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan-Vicky Kaushal: আটপৌরে পোষাকে সারা, পাশে ভিকি, সিনেমার গল্প নিয়ে তুঙ্গে জল্পনা

Sara Ali Khan-Vicky Kaushal: আটপৌরে পোষাকে সারা, পাশে ভিকি, সিনেমার গল্প নিয়ে তুঙ্গে জল্পনা

লক্ষণ উতেকরের ছবির শ্যুটিংয়ের দৃশ্য ফাঁস

Sara Ali Khan-Vicky Kaushal: সারা আলি খান এবং ভিকি কৌশলকে লক্ষণ উতেকরের আগামী ছবিতে দেখা যেতে চলেছে। আর সেই সিনেমার শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছে। দেখুন।

সারা আলি খান এবং ভিকি কৌশলকে একত্রে দেখা যেতে চলেছে লক্ষণ উতেকরের আগামী ছবিতে। এই ছবির শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্যের ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। আর এই ছবিগুলি থেকেই জানা গিয়েছে আগামী ছবিতে তাঁদের লুক কেমন হতে চলেছে।

ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে সারা আলি খান ভিকি কৌশলের সঙ্গে কথা বলছেন। অভিনেত্রীর পরনে রয়েছে একটি ফ্লোরাল প্রিন্টের শাড়ি। শাড়িটি নীল রঙের। এছাড়াও তাঁকে মঙ্গলসূত্র, চুরি, টিপ পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে ভিকির পরনে রয়েছে নীল, সাদা, হলুদ মেশানো একটি টিশার্ট।

লক্ষণ উতেকরের আগামী সিনেমার এই ছবিগুলি ভাইরাল হতেই দর্শকরা কৌতুহলী হয়ে উঠেছেন। একজন কমেন্ট করেন, 'এই ছবিটি এখনই রিলিজ করুন।' আরেকজন লেখেন, 'এই ছবিটি দেখার জন্য আর ধৈর্য ধরতে পারছি না।' এর আগে অবশ্য সারা নিজেই বেশ কয়েকটি শাড়ি পরা ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল যে এগুলো কোনও গ্রামে তোলা হয়েছে। অভিনেত্রী সেই ছবি পোস্ট করে লেখেন, ' আপনি যেখানেই যান না কেন, আপনি সেই জায়গার একটি অংশ হয়ে ওঠেন।'

এখনও পর্যন্ত এই ছবির নাম কী হবে সেটা জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, একটি ছোট শহরের প্রেমের গল্প দেখানো হবে ছবিটিতে, সঙ্গে থাকবে হাসির মোড়ক এবং অবশ্যই কোনও সামাজিক বার্তা। ছবির শ্যুটিং ইন্দোরে করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই ছবির প্রথম পোস্টার অভিনেত্রী শেয়ার করে লিখেছিলেন, 'বিশ্বাস হচ্ছে না এই ছবি শ্যুটিং শেষ!' একই সঙ্গে তিনি এই ছবির জন্য লক্ষণ উতেকরকে ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টে। তিনি লেখেন, ' ধন্যবাদ লক্ষণ উতেকর স্যার আমাকে সৌম্য চরিত্র দেওয়ার জন্য। আপনার গাইডেন্স, ধৈর্য, সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।' এছাড়াও তাঁর এই পোস্ট থেকে জানা যায় ভিকি কৌশলের সঙ্গে কাজ করে তাঁর কেমন লাগল। তাঁরা সেটে কত মজা করেছেন সেটা এই পোস্ট থেকেই স্পষ্ট হয়।

 

সারা আলি খানকে শেষবার দেখা গিয়েছে আতরঙ্গী রে ছবিতে। এছাড়া তাঁর হাতে এখন গ্যাসলাইট ছবিটির কাজ রয়েছে। এখানে তাঁর সঙ্গে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে। অন্যদিকে লক্ষণ উতেকরের এই ছবির আগে ভিকি কৌশলকে গোবিন্দ নাম মেরা ছবিতে দেখা যাবে। শ্যাম বাহাদুর ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি।

বন্ধ করুন