বাংলা নিউজ > বায়োস্কোপ > হঠাৎ কার্তিক-প্রেম সারার, পুরনো প্রেমিককে নিয়ে ইনস্টা স্টোরিতে লিখলেন কত কথা!

হঠাৎ কার্তিক-প্রেম সারার, পুরনো প্রেমিককে নিয়ে ইনস্টা স্টোরিতে লিখলেন কত কথা!

সারা আর কার্তিক। 

কার্তিক আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান। ২০২০ সালের বিচ্ছেদের পর একে-অপরকে নিয়ে সেভাবে কথাও বলেন না তাঁরা। দেখুন ইনস্টাগ্রামে কী লিখল সইফ-কন্যা। 

ব্রেকআপের পরেও কি বন্ধু থাকা যায়? বলিউড তারকাদের সৌজন্যে এই প্রশ্ন বারবার উঠে এসেছে। এই যেমন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের কথাই ধরা যাক, বিচ্ছেদের পর কাপুর-নন্দনের নামে কত কথাই না বলেছেন পিকু-অভিনেত্রী করণ জোহরের শো-তে এসে। তারপর তো এখন বেশ বন্ধুত্ব। একাধিক অ্যাওয়ার্ড শো-তে তাঁদের পাশাপাশি দেখা গিয়েছে, ‘তামাশা’ ছবিতে একসঙ্গে কাজও করে ফেলেছেন। এরকমই চমক দিল মঙ্গলবার সারা আলি খান। এদিন ছিল কার্তিক আরিয়ানের জন্মদিন। চলতি বছরেই নিজের শো-তে করণ জোহর ফাঁস করে দিয়েছেন প্রেম করত সারা আর কার্তিক। তবে এসব অতীত। ব্রেকআপও হয়েছে বছরখানেক আগে। তবে সারার মনে এত ভালোবাসা এল কেন হঠাৎ?

মঙ্গলবার কেক কাটার যে ছবিগুলি কার্তিক নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন তা নিজের স্টোরিতে রি-পোস্ট করে সারা লিখলেন, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে @কার্তিক আরিয়ান (স্মাইলি ইমোজি)। আশা করি তুমি যা যা আশা করেছ সব এই বছর পাও, আর তোমার সব স্বপ্ন পূরণ হোক।’

২০১৯ সাল নাগাদ কফি উইথ করণ-এ এসে সারা জানিয়েছিলেন বলিউড থেকে বর্তমানে তাঁর সবচেয়ে বেশি আকর্ষক লাগে কার্তিক আরিয়ানকে। এমনকী, করণকে বন্ধুত্ব করিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। এরপর ২০২০ সালে তাঁরা একসঙ্গে লাভ আজ কাল ছবিতে কাজ করেন। তবে সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগেই দুজনের পথ আলাদা হয়ে যায়।

সারার ইনস্টা স্টোরি।
সারার ইনস্টা স্টোরি।

এই সারাই কিন্তু একাধিক টক শো-তে কটাক্ষ করেছেন পুরনো প্রেমিককে (আপনি কার্তিকও পড়তে পারেন)। চলতি বছরেই করণ জোহরের শো-তে এসে বলেছিলেন, ‘আমার এক্স এখন সবার এক্স’। তার আগে কপিল শর্মার শো-তে যখন এসেছিলেন বরুণের সঙ্গে, তখন মস্করা করেছিলেন। কোস্টারকে হাই ফাইভ দেওয়ার সময় হঠাৎই সারা বলে ওঠে, ‘এখন তো ও নেই, আমি তোমাকে ছুঁতেই পারি।’

এদিকে কার্তিককে একবার সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল লাভ আজ কাল-এর প্রোমোশনের জন্যই কি তাঁর আর সারার প্রেমের গল্প ছড়ানো হয়েছিল? যার জবাবে অভিনেতা বলেছিলেন, ‘না না ওখানে কোনও কিছু প্রোমোশনাল ছিল না। কীভাবে এটা আমি বোঝাব? আমরাও তো মানুষ, তাই সব কিছু প্রোমোশনাল হয় না। এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমিার পক্ষে সম্ভব নয়।’

 

বায়োস্কোপ খবর

Latest News

৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.