স্বপ্না বাবুল কা, বিদায়ী সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় সারা খান দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রায় এক বছর পর একে অপরকে ডেট করার পর অবশেষে অভিনেতা তথা প্রযোজক কৃষ পাঠককে বিয়ে করলেন তিনি। ৬ অক্টোবর আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
ইনস্টাগ্রামে একটি ছবির মাধ্যমে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারা। ছবিগুলি পোস্ট করে দিয়ে লিখেছেন, ‘দুটি বিশ্বাস। একটি গল্প। অসীম ভালোবাসা। কাবুল হে থেকে শুরু করে সাথ ফেরে তক, এই ডিসেম্বরে হবে প্রতীক্ষার অবসান। দুটি সংস্কৃতি, দুটি হৃদয়, এক হয়ে যাবে চিরকালের জন্য। আমাদের প্রেমের গল্প এমন একটি মিলন তৈরি করেছে যেখানে বিশ্বাস মিশে যায়, বিভক্ত হয় না। প্রেম যখন থাকে তখন সবকিছুই ভীষণ সুন্দর হয়ে ওঠে।’
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
ছবিতে দেখা যাচ্ছে, ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আইনিভাবে বিবাহ সারছেন তাঁরা। এরপরে একে অপরের সঙ্গে ছবিও পোস্ট করেন তারকা দম্পতি। সারা পরেছিলেন একটি নীল রঙের সুট এবং কৃষ পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের পাঞ্জাবি।
সারা ছবি পোস্ট করতেই নববধূ অভিকা গৌর কমেন্ট করে লেখেন, ‘দারুন খবর’। অভিনেত্রী মোনালিসা লেখেন,' দুজনকে অনেক অনেক অভিনন্দন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।' অভিনেত্রী কিশওয়ার মারকানাট মন্তব্য করে লেখেন, ‘অভিনন্দন। অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দুজনকে অভিনন্দন জানান।’
প্রসঙ্গত, কৃষ এবং সারার প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় এক বছর ধরে চলে প্রেম পর্ব। প্রথমে বন্ধুত্ব এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর একে অপরের সঙ্গে দেখা করেন এবং সেই সম্পর্কই অবশেষে পরিণতি পায়।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
এটি সারা খানের দ্বিতীয় বিয়ে। ২০১০ সালে বিগ বস ৪ চলাকালীন ইসলামিক নিয়ম অনুযায়ী আলি মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। যদি এক বছর পর অর্থাৎ ২০১১ সালে সেই বিয়ে ভেঙে যায়। প্রথম বিয়ে ভাঙ্গার ১৪ বছর পর অবশেষে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী।