অভিনেত্রী সারা খান সুনীল লাহিড়ির ছেলে কৃষকে বিয়ে করেছেন। ধর্ম ভিন্ন হওয়ার কারণে অনেকেই তাঁকে ট্রোল করছেন এবং নেতিবাচক মন্তব্যও করছেন। এবার তাঁদের কড়া জবাব দিলেন সারা, পাশাপাশি শুভাকাঙক্ষীদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিয়োও পোস্ট করেছেন। যাঁরা তাঁকে ট্রোল করছেন তাদের জন্যও তার একটি বিশেষ বার্তা রয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে ‘কানতারা চ্যাপ্টার ১’! আট দিনে কত আয় করল ঋষভের ছবি? দেখে নিন
সারা ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুধু ভালোবাসা সকলের জন্য।’ ভিডিয়োতে সারা বলেন, ‘কৃষ এবং আমি ভিন্ন সংস্কৃতির মানুষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম আমাদের ভালোবাসা শিখিয়েছে। আমাদের পরিবার আমাদের সবাইকে সম্মান ভাবে দেখতে এবং অন্যদের আঘাত না করতে শিখিয়েছে। আমি আমাদের সকল শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞ।’
আরও পড়ুন: ‘তাঁরা খুব কাছাকাছি ছিল…’, ঐশ্বর্যর ব্রেকআপের জন্যই দেবদাস থেকে বাদ পড়েন সলমন?
সারা আরও বলেন যে যাঁরা নেতিবাচক কথা বলছেন তাদেরও তিনি কিছু বলতে চান। সারা বলেন, ‘দয়া করে বুঝুন, কোনও ধর্মই অন্য ধর্ম বা বিশ্বাসকে অবমাননা বা অপমান করতে শেখায় না। আমরা বিবাহিত, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এটা ভাগ করে নিচ্ছি এবং কারও অনুমোদন চাইছি না কারণ আমরা ইতিমধ্যেই আমাদের পরিবার এবং আইনের অনুমোদন পেয়েছি।’
আরও পড়ুন: এই মাসেই মা হবেন ৪২-এর ক্যাটরিনা, কাকা হওয়ার আনন্দে আত্মহারা সানি, কী বললেন?
সারা বলেন, ‘আমার ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কেবল আমার। আমার ঈশ্বর আমাকে কেবল ভালোবাসতে শিখিয়েছেন এবং আমি এটুকুই করব। কোনও ধর্মই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলতে বা অন্যের জীবনে হস্তক্ষেপ করতে শেখায় না।’ সারা ব্যাখ্যা করেন যে তিনি এবং কৃষ উভয় ধর্মকেই সম্মান করবেন, যথাযথ প্রতিজ্ঞা গ্রহণ করবেন এবং পাহাড়ে বিয়ে সারবেন।
সারা এর আগে ‘বিগ বস ৪’-এ আলি মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু তাঁদের বিয়ে বেশিদিন টিকেনি। তিনি এখন রামায়ণের লক্ষ্মণে সুনীল লাহিড়ীর ছেলে কৃষ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। সারা কৃষের চেয়ে চার বছরের বড়। তার বয়স ৩৬ বছর এবং কৃষের বয়স প্রায় ৩২।