বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara-Nilanjana: শাড়িতে ব়্যাম্প মাতালেন সারা, মেয়ের সাফল্য়ে পাশে নেই যিশু! ‘কান্না’ নীলাঞ্জনার

Sara-Nilanjana: শাড়িতে ব়্যাম্প মাতালেন সারা, মেয়ের সাফল্য়ে পাশে নেই যিশু! ‘কান্না’ নীলাঞ্জনার

শাড়িতে ব়্যাম্প মাতালেন সারা, মেয়ের সাফল্য়ে পাশে নেই যিশু! ‘কান্না’ নীলাঞ্জনার

Sara-Nilanjana: ১৯ বছরের যিশু-নীলাঞ্জনা কন্যা দ্বিতীয়বার ব়্যাম্পে হাঁটলেন। লাল-সাদা শাড়িতে ‘অপ্সরা’ সারা, মেয়েকে দেখে চোখে জল নীলাঞ্জনার। খোঁজ নেই যিশুর! 

যিশু-নীলাঞ্জনার দম্পত্যে ফাটল ধরেছে। বিচ্ছেদ কার্যত পাকা, সেই কথাই আরও একবার প্রমাণ হয়ে গেল। বাবা-মা'র লড়াইয়ে দুই মেয়েই নীলাঞ্জনার পাশে আছে তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সারা-জারা। শুধু স্ত্রী নয়, দুই মেয়ের সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশুর। সোশ্যাল মিডিয়ায় আগেই বাবাকে আনফলো করেছেন সারা, এবার মেয়ের সাফল্যেও পাশে থাকলেন না নায়ক।

আরও পড়ুন-‘অতীত ভুলতে হবে….’, যিশু-নীলাঞ্জনার ডিভোর্স চর্চা, বাবাকে 'আনফলো' বড় মেয়ে সারার

সৃজিতের ছোট্ট উমা আর ছোট নেই! ১৯ বছর বয়সী সারা এবার লাল পাড় সাদা শাড়িতে ব়্যাম্প মাতালেন। এর আগেও মার্জার সরণীতে হাঁটতে দেখা গিয়েছে যিশু কন্যাকে, তবে প্রথমবার শাড়িতে নিজেকে মেলে ধরলেন সারা। এক নামী শাড়ি ব্র্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন ব়্যাম্পে যিশু তনয়া। মডেলিং সারার রক্তে। অঞ্জনা ভৌমিকের নাতনির মধ্যে ব়্যাম্পে স্টাইল আর এলিগেন্সের খামতি নেই।

স্লিভলেস ডিপনেকলাইনের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল করে পরা শাড়ি, খোলা চুল আর মানানসই মেকআপে অনন্যা সারা। এই বিশেষ দিনে মেয়ের পাশে সারাক্ষণ নীলাঞ্জনা। দাম্পত্য জীবনের টানাপোড়ন ভুলে সারার খুশিতে সামিল তিনি। মার্জার সরণীর পাশে বসে সারার জন্য চিৎকার করলেন নীলাঞ্জনা, কেঁদেও ফেললেন মেয়েকে ব়্যাম্পে হাঁটতে দেখে। উপস্থিত ছিলেন সারার মাসি চন্দনা শর্মাও।

এদিন নীলাঞ্জনার দেখা মিলল অল ব্ল্যাক লুকে। কালো রঙা প্যান্টের সঙ্গে স্লিভলেস হাইনেক টপে সেজেছিলেন যিশু ঘরণী। সঙ্গে কালো রঙা স্লিং ব্যাগ, চোখে কালো ফ্রেমের চশমা। স্মার্ট আর এলিগেন্ট লুকে ধরা দিলেন নীলাঞ্জনা। দ্বিতীয়বার ব়্যাম্পে হাঁটার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সারা জানান, ‘খুব এক্সাইটিং, আমার কাছে শাড়িতে ব়্যাম্পে হাঁটাটা একদম নতুন অভিজ্ঞতা। মা মডেলিং করত, ওঁনার থেকে অনেক টিপস পেয়েছি।’

মেয়ের সাফল্যে চোখে জল, কী বললেন নীলাঞ্জনা? ‘আমি খুব (কেঁদে ফেলায়) লজ্জিত! আসলে সারার চেয়ে আমি বেশি নাভার্স ছিলাম, ওর জন্য এটা একটা বড় প্রাপ্তি। আনন্দ শাড়ির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই শো-টা ওর হাত ধরে শুরু হল, ভাবা যায়! সারা ব়্যাম্পকে ভালোবাসে, আর ব়্যাম্পও ওকে পালটা ভালোবাসে।’ মেয়ের সব স্বপ্ন পূরণ হোক, এটাই নীলাঞ্জনার একমাত্র আশা।

ফ্যাশন শো-এর মধ্যমণি সারা
ফ্যাশন শো-এর মধ্যমণি সারা

সম্প্রতি অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃতও হয়েছেন সারা সেনগুপ্ত। সেই অনুষ্ঠানেও মেয়ের পাশে দেখা গিয়েছে শুধু নীলাঞ্জনাকে। বাবা-মা'র ডিভোর্স চর্চার মাঝে নীলাঞ্জনাকে 'খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা' আখ্যা দিয়েছেন সারা। পাশাপাশি তিনি লিখেছেন, ‘তোমাকে অতীত ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও’।

গুঞ্জন, আপ্ত সহায়কের সঙ্গে যিশুর ঘনিষ্ঠতার জেরেই দূরত্ব তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর। যিশুর জীবনের নতুন নারীর নাম শিনাল সুর্তি। যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের। টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু-শিনাল। এই পরকীয়ার জেরেই শুধু স্ত্রী নয়, দুই মেয়েও যিশুর সঙ্গ ত্যাগ করেছে। জীবনের বিশেষ দিনেও মা-কে পাশে পেয়েই তৃপ্ত সারা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী রোহিতের টেকনিকে গলদ ছিল, তেমন পরিশ্রমও করত না, বিস্ফোরক প্রাক্তন কোচ আজও ভাসবে কলকাতা, ভারী বৃষ্টি ৬ জেলায়, জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস ডি'ককের ঝড়, হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে একে রয়্যালস প্রমাণ নষ্টের অভিযোগ CBI প্রমাণ করতে পারলে আমি তার দায় নেব, বলেছিলেন বিনীত গোয়েল ১০০ শতাংশ ফিট না হলে মাঠে ফিরব না, কামব্যাক নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন শামি RG Kar নিয়ে শনিবারে ‘সাধুবাদ’ মমতাকে! রবিতে ডাক্তার না প্রশাসন কার পক্ষে পরমব্রত বৃষ্টির জন্য রাত দখল-এ কম জমায়েত, বৈঠক ভেস্তে যাওয়ার কারণ নিয়ে তুঙ্গে জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.