ক্রিকেট জগতের ঈশ্বর শচীন টেন্ডুলকারের দুই ছেলে মেয়ে সারা তেন্ডুলকার এবং অর্জুন তেন্ডুলকার সম্প্রতি দুবাই ঘুরতে গিয়েছিলেন। দুবাইয়ে কাটানো সেই সুন্দর কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। এটি ছিল তাঁদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি ছবিতে সারা এবং অর্জুন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। খুব সম্ভবত এয়ারপোর্টের ছবি ছিল সেটি। অর্জুন ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন এবং সারা জিভ বের করে পোজ দিচ্ছেন।
আরও পড়ুন: দেবকে ইনস্টায় আনফলো রুক্মিণীর! ব্রেকআপের চিন্তায় মাথায় হাত ভক্তদের, কী বললেন নায়িকা?
আরও পড়ুন: ডিভোর্সের চর্চা তুঙ্গে, এদিকে ‘হায় রে বিয়ে’র হুক স্টেপে দেবকে জোর টেক্কা যিশুর!
বোর্ডিং পাস হাতে নিয়ে ছবিটি পোস্ট করে ক্যাপশনে সারা লিখেছেন, প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ভাইবোনের। ছবিতে সারাকে গোল্ডেন জুয়েলারি এবং একটি সাদা স্লিভলেস টপ পরে থাকতে দেখা যায়।
পরের ছবিতে নীল আকাশ এবং কয়েকটি পাম গাছের ছবি পোস্ট করেছেন সারা। এই ছবিতেই প্রথম জানা যায়, দুই ভাইবোন মিলে কোথায় ঘুরতে গেছেন। ছবিটির ক্যাপশনে লোকেশানের লোগো দিয়ে লেখা রয়েছে Dubai UAE।
তৃতীয় ছবিতে দুজনকে ব্রেকফাস্টের অপেক্ষা করতে দেখা যায়। খাবার অর্ডার দিয়েঅপেক্ষা করতে করতে দুজনেই জল খেতে খেতে টুক করে একটি সেলফি তুলে দিয়েছেন তবে কী লাঞ্চ করেছেন, সেটার ছবিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারা।
ব্রেকফাস্ট করতে গিয়ে দুই ভাই বোন অর্ডার করেছিলেন টোস্ট এবং ডিম। এরপর একটি ছবিতে ছুটির আমেজের মধ্যেই দুবাইয়ের পিলেটস স্টুডিওয়ে ওয়ার্ক আউট করতে দেখা যায় সারাকে। ক্যাপশনে লেখা, কোনও দিন ছুটি নেই।
প্রসঙ্গত, শচীন এবং অঞ্জলি তেন্ডুলকারের দুই সন্তান সারা এবং অর্জুন ইতিমধ্যেই নিজেদের পেশাগত জীবনে ধীরে ধীরে এগোচ্ছেন। সারা যেমন একদিকে মডেলিং এবং অভিনয় নিয়ে চিন্তাভাবনা করছেন তেমন অন্যদিকে বাবার দেখানো পথে এগিয়েছেন অর্জুন।
আরও পড়ুন: শীতের দুপুরে ব্যাডমিন্টনে মন কৌশিকীর! 'ছোটবেলার নস্টালজিয়া' উসকে যোগ দিলেন শান্তনু-ইমনও
আরও পড়ুন: মমতার প্রতি টান! বিয়ে ফেলে শাঁখা-পলাতেই ছবি উৎসবে পায়েল, নতুন বউকে কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী?
অর্জুন ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই বাঁ হাতি ব্যাটসম্যান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেললেন। তবে ক্রিকেট জগতের সঙ্গে সরাসরি যোগ না থাকলেও ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা, যদিও এই কথা এখনও নিজের মুখে স্বীকার করেননি সারা বা শুভমন কেউই।