সচিন তেন্ডুলকর শুধুমাত্র যে ক্রিকেট জগতের ঈশ্বর তা নয়, তিনি একজন বিশাল বড় মনের মানুষ। ২০২০ সালে ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন সচিন। সচিনের সেই স্বপ্নের ৫ বছর পূর্তি উপলক্ষে এবার বড় সিদ্ধান্ত নিলেন মেয়ে সারা তেন্ডুলকর।
সম্প্রতি সচিন পরিচালিত ফাউন্ডেশনের পাঁচ বছর ফুর্তি উপলক্ষে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ক্রিকেটার। বাবার সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা। এতদিন এই ফাউন্ডেশন সচিন এবং অঞ্জলি একা হাতে বয়ে নিয়ে গেলেও এবার বাবার হাত থেকে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সারা।
আরও পড়ুন: প্রিয়াঙ্কার বলিউড সফরকে সম্মান আমূলের, বিজ্ঞাপন দেখে কী বললেন ‘দেশি গার্ল’?
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
সারা বলেন, এই ফাউন্ডেশন হাজার হাজার শিশুদের ভবিষ্যৎ তৈরি করেছে। আমি এই ফাউন্ডেশনের অংশ হতে চাই। একটা ভালো প্রচেষ্টায় শামিল হতে চাই আমি। গত ৫ বছরে সারা ভারত জুড়ে এক লক্ষের বেশি শিশুদের কাছে পৌঁছতে পেরেছি আমরা। আগামী বছরে যাতে আরও ১ লক্ষ শিশুদের কাছে পৌঁছানো যায়, সেই চেষ্টাই এবার করা হবে।
অনুষ্ঠানে সচিনের বক্তব্য
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের উদ্দেশ্যে সচিন বলেন, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, তখন আমার প্রধান আবেগ ছিল ক্রিকেট। আমার বাবা মা আমাকে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছিলেন সব সময়। আমি যা করতে চাই তাই করতে দিয়েছেন। এই সংস্থা তারই অন্যতম একটি অংশ। তবে এখানেই শেষ নয়, এই যাত্রা আরও চলবে। গত পাঁচ বছরের যাত্রা সত্যিই অবিশ্বাস্য ছিল। আশা করি আরও বহু মানুষকে পাশে পাব।
অনুষ্ঠানে অঞ্জলির বক্তব্য
মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় অঞ্জলি বলেন, এই সন্ধ্যাটি বিশেষভাবে আমার কাছে প্রিয় কারণ আমার যে বন্ধুবান্ধব এবং পরিবারদের নিয়ে এই যাত্রা আমরা শুরু করেছিলাম, তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: মন্নত নয়, এটাই ছিল মুম্বইয়ে শাহরুখের প্রথম বাড়ি! সেখানেই শুরু পুনঃনির্মাণের কাজ
আরও পড়ুন: ওশো রজনীশ হয়ে ধরা দেবেন মিঠুন! মহাগুরু বলছেন, ‘লোকে বলে আমায় ওঁর মতো দেখতে…’
সচিনের ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল্ড প্লে গায়ক ক্রিস মার্টিন, প্রাক্তন ক্রিকেটার প্রবীণ আমরে, ইরফান পাঠান, অজিত আগারকার, অজয় জাদেজা।