অভিনেত্রী রত্না পাঠক শাহ শুধুমাত্র একজন অসাধারণ অভিনেত্রী তা নয়, তিনি উচ্চ শিক্ষিত একজন মহিলা। ২০২২ সালে ‘করওয়া চৌথ’ নিয়ে তিনি একটি মন্তব্য রেখেছিলেন, যা পরে বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি রত্না পাঠক অরফে মায়া সারাভাইয়ের বিপক্ষে মুখ খুললেন আদরের ছোট ছেলে রোশেশ সারাভাই ওরফে রাজেশ কুমার।
২০২২ সালে করওয়া চৌথ প্রসঙ্গে রত্না পাঠক বলেছিলেন, ‘বর্তমান যুগে দাড়িয়ে আধুনিক মহিলারা এখনও যেভাবে স্বামীদের মঙ্গল কামনার উদ্দেশ্যে করওয়া চৌথ পালন করেন, তা সত্যিই ভয়ঙ্কর। অযৌক্তিক এই রীতিনীতির কোনও মানেই হয় না।’ রত্না পাঠকের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল।
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২'-র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
আরও পড়ুন: বাম-নেত্রী এবার অভিনেত্রী! কোন সিরিজের হাত ধরে বিনোদন জগতে পা রাখলেন দীপ্সিতা?
রত্নার করওয়া চৌথ বিতর্কে এবার মুখ খুললেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সহ অভিনেতা রাজেশ কুমার। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘নিঃসন্দেহে রত্না দেবী একজন উচ্চ শিক্ষিত এবং উদারপন্থী মহিলা। বেশিরভাগ ক্ষেত্রেই এই মহিলারা সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন এবং নিজের মতামত প্রকাশ করেন। তবে আমার এ ক্ষেত্রে একটি সহজ উত্তর দেওয়ার আছে।’
রাজেশ বলেন, ‘করওয়া চৌথ, রমজান বা ঈদের মতো উৎসবের ধারনাগুলি যদি আমাদের দৈনন্দিন শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হত, তাহলে হয়তো এই সমস্ত প্রশ্ন কখনওই উঠত না। বহু বছর ধরে এই রীতিনীতি মেনে চলছে মানুষ। আমরা হয়তো এই রীতি মানার পেছনের আসল কারণ জানি না কিন্তু তা বলে এটি যে সম্পূর্ণ ভুল, এটা ভাবার কোনও মানে নেই।’
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বেঁধে ফিরছেন আলিয়া-রণবীর, ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কী বললেন পর্দার ‘শিবা’?
আরও পড়ুন: জিতে নিয়েছে সারেগামাপা, এবার ডান্স বাংলা ডান্সে অতনু! ‘উপরি পাওনা…’, কী লিখল ফেসবুকে
পর্দার রোশেশ বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি সবকিছু জানেন, সেখানেই কথা শেষ হয়ে যায়। প্রতিনিয়ত নতুন কিছু জানার ইচ্ছা থাকতে হবে আপনার মধ্যে। ভিন্ন মতামত তখনই তৈরি হয় যখন আপনার কোনও বিষয় সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান থাকে না। সবকিছু মানার পেছনে কোনও না কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, আমাদের শুধু সেটা বোঝার দরকার আছে।’
প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ - এ রত্না পাঠকের ছোট ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেশ। রোশেশ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি। বর্তমানে টিভিএফ-এর অধীনে ‘কোটা ফ্যাক্টরি ২’, ‘ইয়ে মেরি ফ্যামিলি ২’ সহ বেশ কিছু সিরিজে অভিনয় করেছেন রাজেশ।