বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ট্রফিটা আপনি জিতে গেছেন’, বাংলার ছেলে স্নিগ্ধজিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ জয়া প্রদা!

‘ট্রফিটা আপনি জিতে গেছেন’, বাংলার ছেলে স্নিগ্ধজিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ জয়া প্রদা!

স্নিগ্ধজিৎ-এর হাতে উঠবে ট্রফি?

আজ সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। 

অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তারপরই সামনে আসবে ‘সারেগামাপা ২০২১’-এর বিজয়ীর নাম। কার হাতে উঠবে সেরার ট্রফি তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে এই সিজনে বাঙালির পোয়া বারো। কারণ এইবার সুরের এই মহাসংগ্রামে সেরা ৬-এ জায়গা করে নিয়েছে বাংলার চার প্রতিযোগী। 

গ্র্যান্ড ফিনালেতে বাংলার প্রতিনিধিত্ব করছে বুনিয়াদপুরের ছেলে স্নিগ্ধজিৎ, আলিপুরদুয়ারের অষ্টাদশী নীলাঞ্জনা রায়, হুগলির রাজশ্রী বাগ এবং কলকাতার মেয়ে অনন্যা চক্রবর্তী। শুরু থেকেই এই তিন প্রতিযোগীর গানে মুগ্ধ থেকেছেন বিচারক থেকে অতিথি বিচারকরা। গ্র্যান্ড ফিনালের প্রাক্কালে সারেগামাপা-র মঞ্চে হাজির হয়েছিলেন জয়া  প্রদা। শুরু থেকেই নিজের ভার্সেটাইল গায়েকি দিয়ে বিচারক ও দর্শকদের মন জিতে নিয়েছেন স্নিগ্ধজিৎ, এবারও তার অন্যথা হল না। 

এদিন মঞ্চে ‘তেরে মেরে স্বপ্নে’ এবং ‘দে দে প্যায়ার দে’-র মতো সুপারহিট গান গাইতে শোনা গেল স্নিগ্ধজিতকে। জয়া প্রদা তো গান শুনে বলেই ফেললেন, ‘এই যে ট্রফিটা এখানে আছে, সেটা একদম আপনার কাছে রয়েছে। মনে হচ্ছে আপুনি জিতেই গেছেন’। 

 

এর আগে ধর্মেন্দ্র, জিনাত আমন, বাপ্পি লাহিড়ি, কুমার শানু, আশা পারেখ-সহ বহু শিল্পীই মন খুলে প্রশংসা করেছেন স্নিগ্ধজিৎ-এর। কিন্তু সত্যি কি ট্রফি উঠবে তাঁর হাতে? সেই প্রশ্নের উত্তর তো সময় দেবে, তবে গ্র্যান্ড ফিনালের আগে ফ্যানেদের কাছে কাতর আর্জি গায়কের। এদিন ফেসবুক পোস্টে  তিনি লেখেন, ‘আজ দুপুর ১২টা পর্যন্তই লাইন খোলা আছে, তোমাদের সবাইকে পাশে চাই।। সবার আশীর্বাদ ভালোবাসা কাম্য।। সবসময় তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ, তোমাদের প্রচুর আশীর্বাদ আর ভালোবাসার জন্যই আজ #সারেগামাপা এর চূড়ান্ত পর্বে, আর চূড়ান্ত পর্বে আমি সর্বস্ব দিয়ে আমার সেরাটা দেবো কথা দিলাম বাকিটা তোমাদের হাতে।। এভাবেই সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে, গুরুজনদের প্রণাম।

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলছে ট্রফির দৌড়ে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা। হিসেব উলটে ট্রফি জিতবেন স্নিগ্ধজিত্? আজ রাতে জানা যাবে উত্তর। 

 

বন্ধ করুন