Saraswati Puja: বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই শাড়ি, পাঞ্জাবি, খিচুড়ি। এবং অবশ্যই প্রেম! সেলেবরা এই দিনটা কীভাবে কাটাতেন? সরস্বতী পুজোর প্রেমের স্মৃতিই বা কেমন তাঁদের?
1/6কথাতেই বলেই, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হল সরস্বতী পুজো। দেখুন এক সপ্তাহ ধরে বাঙালিরা রোজ ডে, প্রপোজ ডে, টেডি ডে, ইত্যাদি পালন করে না। একদিনেই বাজিমাত করে! ফলে সরস্বতী পুজো প্রেম ছাড়া? একদমই নয়। হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবির জুটি না জমলে চলে এদিন? কলেজ হোক বা স্কুল, পার্ক হোক বা সিনেমা হল সব জায়গাতেই কপোত কপোতী চোখে পড়বেই আপনার। কিন্তু সেলেবদের সরস্বতী পুজোর প্রেম কেমন ছিল? কী করতেন তাঁরা এই বিশেষ দিনটিতে?
2/6অভিনেত্রী মানসী সেনগুপ্ত সরস্বতী পুজোয় প্রেম করেননি বলেই জানান। কিন্তু প্রপোজাল পেয়েছিলেন বহু। তবে প্রেম না করলেও তাঁর কাছে ইলেভেনের সরস্বতী পুজোটা বিশেষ ছিল। সেই বছর তাঁর কোচিংয়ের একটি ছেলে তাঁকে প্রপোজ করে বলে জানান অভিনেত্রী। তাঁরা একসঙ্গে অঞ্জলিও দিয়েছিলেন সেবার। কিন্তু প্রেম? সেটা আর হয়ে ওঠেনি।
3/6প্রেম না হলেও মানসী কিন্তু এখন ঘোরতর সংসারী। তিনি জানান এদিন তাঁর শ্বশুরবাড়িতে জোড়া ইলিশ পুজো হয়। তিনি জানান এবার তাঁর নিজের নতুন ফ্ল্যাটে পুজো করবেন। দারুণ মজা করবেন।
4/6রুকমা রায় আলাদা করে সরস্বতী পুজোয় প্রেম করেননি। তিনি জানান তাঁর জীবনে প্রেম অন্য সময়ে এসেছে, সেটাই সরস্বতী পুজোতে থাকত। তবে এই দিনটা তাঁর কাছে বিশেষ শাড়ি পরার জন্য।
5/6অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্ত জানান 'সরস্বতী পুজোয় প্রাক্তন প্রেমিকদের সঙ্গে ঘুরতাম। আর এখন শোভনদের বাড়ি যাই। ওদের বাড়িতে খুব সুন্দর পুজো হয়।' ফলে অভিনেত্রীর সরস্বতী পুজো যে একেবারে প্রেমে প্রেমেই কাটত বা এখনও কাটে সেটা বলাই যায়।
6/6তিনি আরও জানান, 'আগে সরস্বতী পুজোর পরের দিন বেল পাতায় সরস্বতৈ নমঃ লিখতাম। দাদু লেখাত। এখন আর হয় না।'