বাংলা নিউজ > বায়োস্কোপ > Jagriti Goswami: ‘আদিখ্যেতা যত্ত’, বুকচেরা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প! নতুন মা জাগৃতিকে কটাক্ষ

Jagriti Goswami: ‘আদিখ্যেতা যত্ত’, বুকচেরা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প! নতুন মা জাগৃতিকে কটাক্ষ

থ্রো-ব্যাক ছবি শেয়ার জাগৃতি গোস্বামীর  

Jagriti Goswami: বেবি বাম্প নিয়ে ‘সাহসী’ ফটোশ্যুট সেরেছিলেন টেলি অভিনেত্রী জাগৃতি গোস্বামীর। খোলামেলা পোশাকে থ্রো-ব্যাক ছবি শেয়ার নতুন মায়ের, ধেয়ে এল কটাক্ষ। 

নতুন বছরের শুরুতেই মা হতে চলার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী জাগৃতি গোস্বামী। গত ১২ই জানুয়ারি ফুটফুটে কন্য়া সন্তানের মা হন অভিনেত্রী। একরত্তি মেয়েকে নিয়েই এখন সারাটাদিন ব্যস্ত জাগৃতি, দম ফেলবার ফুরসৎ নেই। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজের মেটারনিটি শ্যুটের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে চোখ গোলগোল নেটিজেনদের!

ছবিতে ঘন নীল বুকচেরা পোশাকে ধরা দিয়েছেন জাগৃতি। উন্মুক্ত তাঁর বেবি বাম্প। দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, প্রথমটিতে একটি টুলের উপর বসে, অন্যদিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জাগৃতিকে। আলতো করে নিজের বেবি বাম্প আগলে রয়েছেন অভিনেত্রী। এই থ্রো-ব্যাক ছবি দেখে জাগৃতির দিকে উড়ে এসেছে কটাক্ষ। একজন লেখেন, ‘এখন এক নতুন আদিখ্যেতা। এদের আগে কেউ তো আর মা হয় নি’। অপর এক নেটিজেন, ‘বিপাশা বসু লাইট’ বলে ট্রোল করেন অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা অবস্থায় এই স্টাইলেই ফটোশ্যুট করেছিলেন বিপাশা বসু। কেউ কেউ পরামর্শ দিয়েছে, ‘এত খোলামেলা ছবি পোস্ট করার দরকার নেই’। ট্রোলারের অবশ্য জবাব দেননি অভিনেত্রী।

আরও পড়ুন-‘কোনও লক্ষ্মণ দেখছি না’,ছেলের চিন্তায় ঘুম উড়েছে রচনার, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ জাগৃতি গোস্বামী। ‘ভানুমতীর খেল’, ‘আমার দুর্গা’, ‘প্রথমা কাদম্বিনী’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাগৃতি ৷ মাস কয়েক আগে ‘সর্বজয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আচমকাই টেলিপর্দা থেকে উধাও হয়ে যান তিনি। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালে পুরো বিষয়টা পরিষ্কার হয়। আরও পড়ুন-'আম্বানি,বচ্চন,ধর্মেন্দ্রর বাড়িতে বোমা রয়েছে', ভুয়ো হুমকি ফোন নাগপুর পুলিশকে!

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সফটওয়্যাল ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ঘটককে বিয়ে করেন জাগৃতি। ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করবার পর সাত পাক ঘোরেন দুজনে। মা হওয়ার খবর জানিয়ে জাগৃতি লিখেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে সেরা উপহার’। মেয়ের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেও এখন মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি ছোটপর্দার ‘শশী’। মাতৃত্বকালীন ছুটি শেষে কবে অভিনয়ের জগতে পা রাখেন জাগৃতি এখন সেটাই দেখার।

আরও পড়ুন- 'মা হিসাবে অনুষ্কা বিরাট আত্মত্যাগ করেছে, আমার এত সমস্যা…', অকপট কোহলি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন