বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa 2024: কৌশিকির সঙ্গে গান গেয়ে হাত পা ঠাণ্ডা অঙ্কনার! বনগাঁর সৃজিতার জন্য এল কাঁচাগোল্লা

Saregamapa 2024: কৌশিকির সঙ্গে গান গেয়ে হাত পা ঠাণ্ডা অঙ্কনার! বনগাঁর সৃজিতার জন্য এল কাঁচাগোল্লা

কৌশিকির সঙ্গে গান গেয়ে হাত পা ঠাণ্ডা অঙ্কনার! বনগাঁর সৃজিতার জন্য এল কাঁচাগোল্লা

Saregamapa 2024: কৌশিকির সঙ্গে শিসপ্রিয়া অঙ্কনার অভিনব যুগলবন্দি! ঘাটালের দাসপুরের মেয়ের গান শুনে মুগ্ধ নেটপাড়া। 

সারেগামাপা-র গ্র্যান্ড প্রিমিয়ারে নজর কাড়ল দুই কন্যে। দেবের ঘরের মেয়ে অঙ্কনা দে-র গানে শুরু থেকেই মুগ্ধ দর্শক থেকে বিচারক। অবন্তী সিঁথির পর অঙ্কনা পেয়েছে ‘শিসপ্রিয়া’ খেতাব। মিষ্টি গলায় গান গওয়ার পাশাপাশি অসাধারণ শিস দেয় সে। আরও পড়ুন-১৬ বছর আগে সারেগামাপা-র অডিশনে ব্যর্থ, স্বপ্নপূরণ করল মেয়ে, আবেগঘন কৌশিকি-অন্তরা

ঘাটালের কিশোরি অঙ্কিতা এদিন শ্রেয়া ঘোষালের গাওয়া ‘চলো তুমকো লেকর চলে’ গেয়ে অডিশনেই চমকে দিয়েছিল। সময় যত গড়িয়েছে তাঁর সুরের মূর্ছনায় ততই বুঁদ হয়েছে সকলে। গ্র্যান্ড প্রিমিয়ারে স্বর্ণযুগের বাংলা গান গেয়ে সবার মন জিতল সে। এদিন ‘ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা…’ গেয়ে শোনালো সে। কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানে অঙ্কনার সঙ্গ দিল গুরু কৌশিকি চক্রবর্তী।

কৌশিকি মুগ্ধ খুদেকে কাছ থেকে শিস দিতে দিতে গাইতে দেখে। অন্যদিকে প্রিয় কৌশিকি ম্যামের সঙ্গে গান গেয়ে ভয়ে কাঁটা অঙ্কনা। সে জানায়, ‘সত‍্যি বলতে কৌশিকী ম‍্যামের পাশে দাঁড়িয়ে গাইবার সময় হাত পা ঠান্ডা হয়ে আসছিলো।’ হওয়াটাই স্বাভাবিক! তবে মঞ্চে কোনওরকম উত্তেজনা তাঁর পারফরম্য়ান্সকে প্রভাবিত করতে পারেনি।

এদিন কৌশিকি জানান, ‘আমি বলে শেষ করতে পারব না আমি কতটা প্রাউড। বলে বোঝাতে পারব না। এত আনন্দ হচ্ছে, এত গর্ব হচ্ছে। আম ওতো দূর থেকে দেখেই বুঝতাম ও যেটা করে সেটা অসাধারণ, এখানে দাঁড়িয়ে দেখে বুঝতে পারছি ব্য়াপারটা আউটস্টান্ডিং।' ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রশংসা করেন রথীজিৎ ভট্টচার্যের মিউজিক্য়াল অ্যারেঞ্জমেন্টের।

রাঘবের বিশ্বাস এটা ‘শুরুয়াত’। আগামিতে আরও এমন অনেক চমক দেখবেন তাঁরা। অঙ্কনার পাশাপাশি এদিন বনগাঁর মেয়ে সৃজিতার জন্য বনগাঁবাসী গলা ফাটাতে হাজির সারেগামাপা-র মঞ্চে। রীতিমতো স্লোগান দিয়ে হইচই ফেলে দিল তাঁর। সৃজিতাই এই সিজনে জয়ী হবে বিশ্বাস তাঁদের। বনগাঁর ফেমাস কাঁচাগোল্লা নিয়ে মেয়ের সাপোর্টে হাজির তাঁরা। দুই কিশোরী সারেগামাপা-র এই সিজনের অন্যতম সম্পদ বলছেন নেটিজেনরা। 

এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এবার জুটিতে দেখা যাচ্ছে বিচারকদের। বিচারকের আসনে থাকছেন জাভেদ আলি ও জোজো মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, কৌশিকি চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, অন্তরা মৈত্র ও শান্তনু মৈত্র। প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো। এই সিজনে কার হাতে উঠবে ট্রফি, সেটাই এখন দেখবার। 

 

 

 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.