বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa 2024: ‘তোর দাঁত একটু কম আছে, আর আমার বেশি, আমার কাছে এলে আমি তোকে দেব’, অনীককে এসব কেন বললেন কৌশিকী!

Saregamapa 2024: ‘তোর দাঁত একটু কম আছে, আর আমার বেশি, আমার কাছে এলে আমি তোকে দেব’, অনীককে এসব কেন বললেন কৌশিকী!

অনীক জানা-কৌশিকী চক্রবর্তী

বাচ্চাদের মতো গলায় কৌশিকীই প্রথম বলে ওঠেন, 'অনীক কী করছিস? তোর দাঁত একটু কম আছে, আর আমার বেশি আছে। তুই যদি এখানে আসিস, তোকে দেব এক্সট্রা। পাশ থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত ফুট কেটে বলেন, ‘৩৬ বছর এগিয়ে থাকা একটা বুড়ির দাঁত…! (হাসতে হাসতে) এই দাঁত নিয়ে কী করবি তুই?’ 

প্রত্যেকবারের মতো এবারও শুরু থেকে চর্চায় রয়েছে জি বাংলা ‘সারেগামাপা’। বরবরই দর্শকদরবারে এই রিয়েলিটি শোয়ের আলাদা জনপ্রিয়তা রয়েছে। এই মুহূর্তে গ্র্যান্ড অডিশনের পর চলছে লেবেল-২। এই পর্বেও নজর কাড়ছেন প্রতিযোগীরা। কোন প্রতিযোগী, কোন বিচারকের টিমে যাবে, চলছে সেটা বেছে নেওয়ার পালা। এরই মাঝে মেদিনীরপুরের কোলাঘাটের বাসিন্দা ছোট্ট অনীক জানা কার টিমে যাবে, তা নিয়ে বিচারকদের মধ্যে চলল দড়ি টানাটানি।

এদিন অনীককে মঞ্চে দেখেই সারেগামাপার বিচারক, গায়িকা কৌশিকী চক্রবর্তীকে তার সঙ্গে মজা করতে দেখা গেল। অনীকের বয়সের নিয়মে দাঁত পড়ে যাওয়ার নিয়ে মজা করলেন কৌশিকী। বাচ্চাদের মতো গলায় কৌশিকীই প্রথম বলে ওঠেন, 'অনীক কী করছিস? তোর দাঁত একটু কম আছে, আর আমার বেশি আছে। তুই যদি এখানে আসিস, তোকে দেব এক্সট্রা। পাশ থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত ফুট কেটে বলেন, ‘৩৬ বছর এগিয়ে থাকা একটা বুড়ির দাঁত…! (হাসতে হাসতে) এই দাঁত নিয়ে কী করবি তুই?’ কৌশিকী হাল ছাড়েননি। ফের তিনি বলেন, ‘তাই নাহয় দেব বল!’ এরপর রাঘব বললেন, ‘এই দেখ, দাঁত নিবি নাকি মিষ্টি নিবি?’ কৌশিকি ফের বলেন, ‘একটা ভালো জিনিস দেব, এই যে রাঘবদা তোকে মিষ্টি দিচ্ছে, আমি তোকে দাঁত দিলাম নাহয়।’

আরও পড়ুন-সবে সোনাক্ষীর বিয়ে হয়েছে, এরই মাঝে সিনহা পরিবারের কপালে চিন্তার ভাঁজ! হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

তবে কৌশিকী এবার অনীককে সতর্ক করলেন, ‘মিষ্টি খাস না কিন্তু! মিষ্টি খেলে আরও দাঁত পড়ে যাবে।’ এরপর মাঝে ঢুকে সঞ্চালক আবির ক্ষুদে প্রতিযোগীকে প্রশ্ন করেন, ‘তোর দাঁত লাগবে কি?’ লাজুক গলায় সে তখন বলল, ‘না…আমি কিছুই নেব না।’ কৌশিকীও তাঁকে নকল করে তখন বলেন, ‘কিছুই নেব না, আমাকে যাই দাও আমি কিছুই নেব না।’ এরপর কৌশিকী সাফ জানালেন, ‘তোর যা ইচ্ছে করবি, তোকে সব টিম বলবে, এখানে আয়, এখানে আয়, তোর যেখানে ইচ্ছে তুই সেখানে যাবি।’ আবির তখন বলেন, ‘তোর যে টিমে যেতে ইচ্ছে করবে, গটগট করে হেঁটে তুই চলে যাবি, এটা তোর ব্য়াপার, আমরা তোকে কিচ্ছু বলব না।’ এরপর আবির 1,2,3 স্টার্ট বললে অনীক হাঁটতে শুরু করল? কিন্তু কোন টিমে যাবে সে? এবিষয়টি জানতে হলে অবশ্য সারেগামাপা-র এই পর্বটি সম্প্রচারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বায়োস্কোপ খবর

Latest News

'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.