বাবা-মা'র স্বপ্নপূরণের দায়িত্ব তো সন্তানেরই! সেই স্বপ্ন সাজিয়েই সারেগামাপা-র মঞ্চে পা রেখেছিল সানিয়া দে। রথীজিৎ ভট্টাচার্যের সুযোগ্য এই ছাত্রী সারেগামাপা-র মঞ্চে বাজিমাত করেছে শুরুতেই। তাঁর মিষ্টি কন্ঠের জাদুতে বুঁদ বিচারক থেকে দর্শক। মেগা অডিশন পর্ব শেষে অন্তরা মিত্র ও শান্তনু মিত্রের টিমে জায়গা করে নিয়েছে সানিয়া। আরও পড়ুন-‘বুড়ো বর’ নিয়ে শুনতে হয় কটাক্ষ, জুহির কান্না! ২০০০ অতিথিকে বিয়েতে আসতে নিষেধ করেন নায়িকার শাশুড়ি
জানলে অবাক হবেন, সানিয়ার সারেগামাপা-র মঞ্চে আসা মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের জন্য। ১৬ বছর আগে সারেগামাপা-র অডিশন দিয়েছিল সানিয়ার মা, কিন্তু শিকে ছেঁড়েনি। তাই মায়ের ইচ্ছে ছিল মেয়ে একদিন এই মঞ্চ মাতাবে। সানিয়ার এই কাহিনি শুনে চোখে জল ‘গেরুয়া’ গায়িকা অন্তরার, স্মৃতিমেদুর কৌশিকি চক্রবর্তী।
মেয়ের হাত ধরে সারেগামাপা-র মূল মঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন তাঁর মা। সানিয়া গোল্ডেন গিটার পাওয়ার পর কৌশিকির ইচ্ছেতে দু-কলি গেয়ে শোনালেন তিনি। ‘তুঝসে নারাজ নেহি হ্যায়রান হুঁ মেয়ঁ’ গেয়ে নিজের মনের ভাবনাই ব্যক্ত করলেন গর্বিত এই মা। তাঁর গান শুনে ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, ‘আর জীবনের উপর রাগ করে লাভ নেই, এনজয় করুন’।
পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকি। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে মানুষ। তবে দুর্দান্ত গলা হওয়া সত্ত্বেও মা কেন মঞ্চে গায় না? এই প্রশ্ন ভাবাত ছোট্ট কৌশিকিকে। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি মা-কে বলতাম তুমি কেন স্টেজে গাও না? বাবা তো গায়! মা সবসময় বলত, তুই যখন স্টেজে উঠে গাইবি, জানবি আমার গাওয়া হয়ে গেছে। সেটা একটা মায়ের খুব বড় স্বপ্ন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি মায়ের সেই স্বপ্নটা যেন জীবনের প্রত্যেকটা মঞ্চে পূরণ করতে পারো’।
সানিয়া মায়ের পারফরম্যান্সের সময় চোখের জল মুছতে দেখা যায় অন্তরাকে। সেই নিয়ে সঞ্চালক আবিরের প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘আমি নিজে সেরকম একজন মেয়ে… বাবা মছলন্দপুরে মাস্টারমশাই নামে পরিচিত। এখনও ওঁনার গানের ক্লাস চলে। আমি আসলে আমি আমার বাবার স্বপ্নটা বাঁচছি, তাই আমি সানিয়ার সঙ্গে একাত্ম হয়ে উঠেছিলাম।’
সায়নী ছাড়াও অন্তরা-শান্তনু জুটির টিমে রয়েছে ঐশি চক্রবর্তী, সাঁই শাস্ত্রী, তিথি রাজ কার্জ্জী এবং দিবাকর খাস। এবার বিচারকরা রয়েছেন জুটিতে। বাছাই পর্ব শেষ, এই সপ্তাহের শেষ থেকে শুরু হবে জোরদার লড়াই। নতুন ফরম্যাটের সারেগামাপা দেখতে মুখিয়ে দর্শকরা।