বাংলার গানের রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম বিখ্যাত হল সারেগামাপা। জি বাংলার এই রিয়েলিটি শো-র জার্নি ক্রমশ শেষের পথে। জানুয়ারিতেই জানা গিয়েছিল সেমি ফাইনাল এপিসোডের শ্যুটি হয়ে গিয়েছে। আর এবারে সামনে এল গ্র্যান্ড ফিনালে এপিসোডের প্রথম প্রোমো।
‘সারেগামপা-র গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যাওয়ার লড়াই’! তা কে কে যাচ্ছে টপ ৫-এ। আপাতত প্রোমোতে দেখানো হয়েছে অনীক জানা, অতনু মিশ্র, আর আরাত্রিকা সিনহা। আর তাঁদের হয়ে গলা ফাটাচ্ছেন তাঁদের ভক্তরা। এখন দেখার কে উঠতে পারে ফাইনলে, কার হাতেই বা ওঠে ট্রফি।
আরও পড়ুন: ‘আমরা সেভাবে একসঙ্গে…’! ২০১৮-র পর ফের জুটিতে, নেটফ্লিক্সের মঞ্চ থেকে ‘খাকি’-র ঘোষণা জিৎ-প্রসেনজিতের
কেমন্ট সেকশনেও রীতিমতো লেগে গিয়েছে লড়াই। বরাবরই সারেগামাপা-র শেষের পথে ঠিক এমন মেজাজেই ধরা দেন দর্শক। এখানেই শেষ নয়, প্রতিবারই দেখা যায় বিজেতার নাম নিয়ে বিতর্ক।
আরও পড়ুন: ছিল ১ মেয়ে, ৫০ বছরে এসে দত্তক আদিকে! কোন স্কুলে পড়াশোনা করে জোজোর ছেলে? খরচ কত
কদিন আগে সারেগামাপা-র সেমি ফাইনাল এপিসোডের র্যাপআপের পর একটি ফোটো পোস্ট করেছিলেন রাঘব চট্টোপাধ্যায়। আর সেখানে সোনালি টুপি মাথায় দেখা যায় অনীক, সত্যজিৎ ও অতনুকে। এই ধরনের টুপিকে সাধারণত গ্র্যাজুয়েশান হ্যাট বলে। আর এই ছবি দেকার পর, নেটপাড়ার প্রশ্ন ছিল তাহলে কি এই ৩ প্রতিযোগী ফাইনালে পৌঁছেছে, তাই তাঁদের মাথাতেই এই বিশেষ টুপি উঠেছে। সেই ছবিতে আবার আরাত্রিকা ছিলেন মিসিং।
আরও পড়ুন: হাতে প্লাস্টার, ছুরিকাঘাতের পর প্রথবার জনসম্মুখে সইফ আলি খান, কোথায় গেলেন?
চলতি বছরে কোন মেন্টর ছিল না সারেগামাপাতে। বরং আছেন ৮ জন বিচারক। সারেগামাপা ২০২৪-এর এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। খুব সম্ভবত ফেব্রুয়ারির শেষে, বা মার্চের শুরুতেই হবে গ্র্যান্ড ফাইনাল।