বাংলা নিউজ > বায়োস্কোপ > SaReGaMaPa: কেকে-র স্মৃতিতে অমিত কুমার-শান্তনু মৈত্র: ‘গায়ক ভালো, মানুষ অসাধারণ’

SaReGaMaPa: কেকে-র স্মৃতিতে অমিত কুমার-শান্তনু মৈত্র: ‘গায়ক ভালো, মানুষ অসাধারণ’

সারেগামাপা-য় কেকের স্মৃতিচারণা করলেন অমিত কুমার, শান্তনু মৈত্র।

জি বাংলার সারেগামাপা-র মঞ্চ থেকে শ্রদ্ধা জানানো হল কেকে-কে। গায়ককে নিয়ে স্মৃতিচারণ করলেন অমিত কুমার, শান্তনু মৈত্র, রিচা শর্মারা। 

সারেগামাপা-য় শ্রদ্ধা-ভালোবাসা জানানো হল কেকে-কে। ৩১ মে মারা গিয়েছেন বলিউডের এই গায়ক। কলকাতার নজরুল মঞ্চে গেয়ে যান শেষ গান। দেখতে দেখতে কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। কিন্তু অসময়ে গায়ককে হারানোর যে বেদনা তৈরি হয়েছে মানুষের মনে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। 

কেকে  প্রসঙ্গে কিশোর পুত্র অমিত কুমার সারেগামাপা-র মঞ্চ থেকে জানালেন, ‘৬ মে আমরা একসঙ্গে দুবাইতে পারফর্ম করি। বিশাল শেখর আমাদের গাইয়ে ছিল ঝঙ্কার বিটসের জন্য হামে তুমসে প্যায়ার কিতনা। সেই প্রথম ওর সঙ্গে আমার আলাপ। আমাকে দেখলেই বলত, আপনার বাবার থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। আর আমি বলতাম, ইয়ার আমার বাড়িতে তো আসো। ওর ফোন নম্বরও নিয়েছিলাম। ও চলে গেল। এখন শুধু ফোন নম্বরটাই থেকে গেল।’

সুরকার শান্তনু মৈত্র জানালেন, কেরিয়ারের শুরুতে তিনি কীভাবে পাশে পেয়েছিলেন কেকে-কে। বললেন, ‘আমার কয়েকটা বাড়ির পাশেই থাকত কেকে। তখন আমি মিউজিক কম্পোজিশন করি না। একটা চাকরি করি। যখন কম্পজিশন শুরু করলাম, ছোটখাটো জিঙ্গল বানানো শুরু করলাম, আমার হাতেখড়ি দিয়েছিল ছিল কেকে। আমাকে প্রথম মিউজিক স্টুডিয়োতে নিয়ে গিয়েছিল কেকে। নিজের কিবোর্ড দিয়েছিল আমাকে। আমার প্রথম জিঙ্গল কেকে গিয়েছিল। গায়ক কেমন সেটা তো সবাই জানি। কিন্তু মানুষটা কেমন তা আমার থেকে ভালো কেউ জানবে না। আমার পাশে সবসময় ছিল কেকে।’

গায়িকা রিচা শর্মা বললেন, ‘কেকে একমাত্র গায়ক যে কখনও দেখনদারি করত না। না সোশ্যাল মিডিয়ার শখ ছিল, না পার্টিতে যেত, না অ্যাওর্ড শো-তে। ওঁর দুনিয়া ছিল ওর পরিবার, ওর গান। আমার সঙ্গে যখনই দেখা হত, একমাত্র উনি আমাকে দেখলেই তুই করে কথা বলতেন…’

 

বায়োস্কোপ খবর

Latest News

শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.