সারেগামাপা-র চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী হিসাবে উঠে এসেছে ঘাটালের মেয়ে অঙ্কনা। তাঁর প্রত্যেক পারফরম্যান্স মন ছুঁয়েছে বিচারক ও দর্শকদের। গত সপ্তাহেও নিজের সুরের জাদুতে বিচারক-দর্শকদের মন জিতে নিয়েছে সারেগামাপা-র খুদে ‘শিসপ্রিয়া’। আরও পড়ুন-‘শিস দেওয়া বন্ধ করতে হবে…’, অঙ্কনাকে কেন এমন নির্দেশ দিল সারেগামাপা-র বিচারকরা?
শান্তনু মৈত্র স্পেশ্যাল পর্বে অঙ্কনা রাত হামারি তো চান্দ কি সহেলি গেয়ে মন জিতে নেয় সবার। শান্তনু মৈত্রর তরফে স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার পরেও গোল্ডেন গিটার না মেলায় খানিক হতাশ ভক্তরা। পাশাপাশি প্রতিযোগিতা যত এগোচ্ছে লড়াই ততোই কঠিন হচ্ছে।
নিজের প্রিয় প্রতিযোগির উৎসাহ বাড়ানোর পাশাপাশি অনেক সময় ভক্তরা অন্য প্রতিযোগির প্রতি খানিক রূঢ় হয়ে পড়ে। কিন্তু এত ছোট বয়সেই অঙ্কনার পরিণত ভাবনা আপনাকে মুগ্ধ করে। তাঁর সহ-প্রতিযোগী ঐশীর দিকে আঙুল উঠলে কড়া জবাব দিল সে।
অঙ্কনার এক পোস্টে এক ভক্ত লিখে বসে, ‘ঐশী কবে এলিমিনেট হবে’। এই মন্তব্য মোটেই ভালো লাগেনি অঙ্কনার। সে পালটা লেখে, ‘প্লিজ দাদা বলো না এই রকম। ঐশী আমার বন্ধু….ওখানে যে কেউ এলিমিনেট হলে আমরা খুব কষ্ট পাই। যখন যে এলিমিনেট হবে, হয়ে যাবে। আগে থেকে কাউকে বলোনা প্লিজ’।
গত সপ্তাহে রুনা এবং অঙ্কনার নম্বর সবচেয়ে কম থাকায় তাঁরা বটম ২-তে ছিল। যদিও বিচারকরা সিদ্ধান্ত নেন সেই সপ্তাহে কেউ এলিমিনেট হবে না। স্বভাবতই অঙ্কনাকে নিয়ে চিন্তায় তাঁর অনুরাগীরা।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।
আসন্ন এপিসোডে চমক
চলতি সপ্তাহে গুলজারকে সম্মান জানানো হবে সারেগামাপা বাংলার তরফে। নতুন এপিসোডের প্রোমো ইতিমধ্যেই সামনে এনেছে চ্যানেল। গুলজারের গানে এবার মঞ্চ মাতাবেন ঐশী-অঙ্কনারা।