সময় যত গড়াচ্ছে ততই জমে উঠছে সারেগামাপা-র লড়াই। সাম্প্রতিক এপিসোডে আরাত্রিকার সঙ্গে সুবিচার না করার অভিযোগ তুলেছেন ভক্তরা। বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা শুরু থেকেই গণসঙ্গীত গেয়ে মঞ্চে ঝড় তুলেছে। তবে গণসঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেও নিজের পারদর্শিতা জাহির করেছে। আরও পড়ুন-‘আমাদের কোনও সন্তান নেই ….’, ২৪ বছরের দাম্পত্য, কেন বাবা-মা না হওয়ার সিদ্ধান্ত নেন জয়-লোপা?
চলতি সপ্তাহে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি নবম শ্রেণির এই ছাত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের খাদ ছবিতে ‘দেখো আলোয় আলোয় আকাশ…’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। সেই গানে এবার ডুব দেবেন আরাত্রিকা। এই সপ্তাহে রবিবারের পর্বে থাকছে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গানের উদযাপন। আরাত্রিকা যেমন অরিজিৎ-এর গান গাইবেন, তেমনই শ্রেয়ার ‘ঘর মোরে পরদেশিয়া’ গাইতে শোনা যাবে সৃজিতা আর ঐশিকে। সঙ্গে স্টেজে চলবে রামলীলা। যেখানে রাম-রাবণের যুদ্ধ দেখে রীতিমতো সন্ত্রস্ত্র জোজো!
শুরু থেকে শান্তনু মৈত্রর প্রিয় প্রতিযোগী অঙ্কনা। এই সপ্তাহে বড় চমক অপেক্ষায় তাঁর জন্য। ঘাটালের এই মেয়ে প্রথম থেকেই গায়েকীর পাশাপাশি দর্শকদের মন জিতেছেন শিস দিয়ে। তাঁর হুইসলিং-এর ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আর এবার তো ঐতিহসিক কাণ্ড ঘটাবে সে। মঞ্চে লাইভ শঙ্কর মহাদেবণের ‘ব্রিথলেস’ শোনাবে অঙ্কনা, তাও শিস বাজিয়ে। এই দৃশ্য দেখে শান্তনু মৈত্র সোজা ফোন করে বসেন শঙ্কর মহাদেবণকে। এবং তাঁকে শোনান অঙ্কনার কারনামা।
সামনেই পৌষপার্বন। পিঠে-পুলির স্বাদ নেবে সারেগামাপা পরিবারও। থাকবে লোকগানের আসর। অতনুর গলায় ‘থাকিলে ডোবা খানা, হবে কচুরিপানা…’ শুনে মোহিত ইমন-জাভেদরা। মঞ্চে খুদে গায়কের সঙ্গে গলাও মেলাবেন ইমন। ওদিকে বনশ্রী গেয়ে শোনাবে মকর-পরব উপলক্ষ্যে প্রচলিত গ্রাম বাংলার অতি পরিচিত গান, ‘মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে’।
আরও পড়ুন-রক্তের টান! কিরণের কথাতেও ধূমপান ছাড়েননি, কার জন্য সিগারেট না ছোঁয়ার মানত করলেন আমির খান?
মঞ্চে একসঙ্গে ঠাকুর জামাই এল বাড়িতে গাইতে দেখা যাবে ইমন-কৌশিকি-জোজোদের। সব মিলিয়ে গানে-গল্পে-পিঠের স্বাদে জমবে এই সপ্তাহের সারেগামাপা-র আসর। তবে কে বাদ পড়বে এই সপ্তাহ শেষে? সেই নিয়েই চিন্তায় ভক্তকূল। গত সপ্তাহে অঙ্কনা এবং দিবাকর সবচেয়ে কম নম্বর পেয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে ফেসঅফ হয়নি। দুজনেই চলে যায় সেফ-জোনে। তারপর অনেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। এই সপ্তাহে এলিমিনেশনের খাড়া কার উপর ঝুলবে? সেটাই দেখবার।