পুজো এখনও ভালো ভাবে শুরুই হল না তার আগেই সারেগামাপার তরফে তাদের বিজয়া দশমীর বিশেষ পর্বের ঝলক প্রকাশ্যে আনা হল। সেখানে প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে দারুণ মজা করতে দেখা গেল বিচারকদের। গানে গানে পর্ব জমাল এবারের খুদে প্রতিযোগী অতনু।
আরও পড়ুন: 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভুল জায়গায় জেগে উঠেছ...'
আরও পড়ুন: দীপাবলিতে রামায়ণের ঝলক দেখাতে আসছে সিংঘম এগেন! ধুন্ধুমার অ্যাকশন অজয় - দীপিকা - রণবীরদের
সারেগামাপার বিজয়া দশমীর পর্বের ঝলক
জি বাংলার তরফে এদিন সারেগামাপার বিজয়া দশমীর পর্বের ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য সহ অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, জোজো, জাভেদ আলি, কৌশিকী চক্রবর্তী ধুনুচি হাতে মঞ্চে নাচ করছেন। এরপর জাভেদ আলিকে শান্তনু মৈত্রকে মিষ্টি খাইয়ে দিতে দেখা যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে কোলাকুলি সারেন রথিজিৎ।
অন্যদিকে এবারের অন্যতম খুদে প্রতিযোগী অতনু দেবের সিনেমা থেকে ঢাকের তালে কোমর দোলে গানটি গাইবে। তার সঙ্গে বলো দুগ্গা মাইকি জয় ধ্বনি তুলবেন বিচারকরা।
তবে পূজা শুরুর আগেই এভাবে বিজয়া দশমীর প্রোমো প্রকাশ্যে আনায় মোটে খুশি হননি দর্শকরা। কমেন্ট বক্সে অনেকেই এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: 'ওর কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কাছে আবদার করে কী চাইলেন?