এই মুহূর্তে সারেগামাপা লেজেন্ডস সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। দু-সপ্তাহ আগেই শেষ হয়েছে দাদাগিরি সিজন ১০। কিন্তু আইপিএলের মরসুমে সারেগামাপার নতুন সিজন হাজির করেনি জি বাংলা, বরং পুরোনো প্রতিযোগী আর নামীদামী শিল্পীদের নিয়ে জমে উঠেছে কিংবদন্তীদের ট্রিবিউট জানানোর মহাআসর। কিন্তু জলদিই শুরু হবে সারেগামাপা বাংলা ২০২৪। আরও পড়ুন-বাদ মেন্টররা! বিচারকের আসনে ৮ মহারথী, থাকছেন অরিজিতের কাছের মানুষ, সারেগামাপায় একঝাঁক চমক
অডিশন পর্ব একপ্রস্ত সারা হয়ে গিয়েছে। গত বুধবার থেকে রাজারহাটের স্টুডিওতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে মেগা অডিশনের শ্যুটিং। কারা থাকছেন বিচারকের আসনে, কী কী চমক থাকছে সেই খবর তো আগেই সামনে এসেছে। এবার চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে আনল সারেগামাপা-র দু'জন প্রতিযোগিকে।
কাবো-র পর আসন্ন সিজনেও পাহাড়িয়া সুরে মন ছুঁতে আসছে দার্জিলিং-এর দিবাকর। সিটং-এর ছেলে দিবাকর। প্রোমো ভিডিয়ো-তে তাঁর গায়েকির ঝলক মিলল। কবীর সিং ছবির অরিজিতের হিট গান ‘তুঝে কিতনা চাহনে লগে হাম’ গেয়ে তাক লাগালেন দিবাকর।
এই বছর সারেগামাপা-র থিম হল, ‘ভালো গান পাবে যোগ্য সম্মান’। রাজ্যের সব প্রান্ত থেকে অডিশন পর্বের মাধ্যমে প্রতিযোগিদের খুঁজে বার করেছেন রথীজিৎ ভট্টাচার্য, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্তরা। দিবাকরের পাশাপাশি সারেগামাপা-র মঞ্চে শোনা যাবে ঘাটালের শিসকন্যে অঙ্কনার গান। গ্রামের মেঠো পথে শিস দিয়ে গান করে অঙ্কনা, তাঁকে দেখতে যেমন মিষ্টি তাঁর গানের গলাও ততটাই মিঠে।
আসন্ন সিজনেও সারেগামাপা পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন, সঞ্চালনার দায়িত্ব সামলাবেন আবির চট্টোপাধ্যায়। এর পাশাপাশি বিচারকের আসনে থাকবেন আট জন সঙ্গীত তারকা। এই বছর বদলাচ্ছে এই রিয়ালিটি শো-এর ফর্ম্যাট। এবার আর শো'তে মেন্টর হিসাবে কেউ থাকবেন না, বদলে বাড়ছে বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। তবে একা নয়, বিচারকরা থাকবেন দোকায়! হ্যাঁ, দুই জন বিচারককে নিয়ে হবে একটা টিম। থাকবে মোট চারটি দল।
এই সিজনে আটজন তারকা বিচারকের মধ্যে সাতজনই বাঙালি। দু-জনের বলিউড কানেকশন থাকলেও তাঁরা বাংলার শিকড়ের সঙ্গে জুড়ে আছেন। বলিউডের খ্যাতনামা গায়ক জাভেদ আলি-সহ বিচারকের আসনে থাকছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র।
শান্তনু মৈত্র ও কৌশিকিকে আগেও সারেগামাপা-র বিচারক হিসাবে দেখেছে দর্শক। যদিও গত সিজনে ‘পরিণীতা’র মিউজিক ডিরেক্টরের পাশাপাশি রিচা শর্মা ও শ্রীকান্ত আচার্যকে বিচারক হিসাবে পেয়েছিল দর্শক ও প্রতিযোগিরা। এই বছর শো-এর অংশ হচ্ছেন না তাঁরা। ইমন, রাঘব, জোজোরা এর আগে মেন্টরের ভূমিকা পালন করলেও এবার সোজা বিচারক। গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে, তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবো।
আইপিএলের পরবর্তী সময়ে অর্থাৎ জুন মাসে শুরু হওয়ার কথা সারেগামাপা-র নতুন সিজনের। তারিখ এখনও ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।